Sunday, October 6, 2019

"হেঙগরঙ"

"হেঙগরঙঅ্ সুরে"
নূতন ধন চাকমা,

নিত্ত্যো মুই গান গেই গেই তাঙ,
হেঙগরঙ 'র'বো সুরে।
সে 'র'বো মনদ পুরিনেয়
পেক্কুনে আ বানন্দরুনে,
নিত্যো তান্দি ম্ হুরে।

জুমান এ বজর দোল উয়ে,
দোল উয়ে অারো জুম ঘরান।
জুমো ঘরদ ইজোরদ বোনেয় মুই,
হেঙগরঙ নিত্যো বাঙ।

ম্ দোক্ক্যে দোল গরি
হন্ জনে বাজেয় ন্ জানন হেঙ গরঙ।
সে সুরো লগে লগে 'বাবা অা মামা'
মন্ সুগে জুমোদ হাম গরন।

হেঙগরঙ 'র'বো স্বর্গর সুর,
শুনদে গম লাগে।
বাবা-মামা হাম গরন,
হেঙগরঙ সুর'বো ধ্গে।

ম্ হেঙ গরঙ সুরে সুরে,
বার্গি পেক্কুনে নাজ দেগানন।
তারারে দেলে জুরেয় যায় মর চিদ ঘিলে, জুরেয় যায় ম্ পরানান।

বান্দরুনেও নাজ দেগান্দি,
হেঙগঙ 'র'বো শুনিনেয়।
হোয়ে পেক্কো গান শুনায়য়ি,
হেঙগরঙ 'র'বে বুজিনেয়।

গাজ দেলাদ নাজন বান্দরুন,
হেঙগরঙ 'র'বো সুরে।
জুমো ধানানিও হেয় ন্ দোন তারা,
তান নিত্ত্যো ম্ হুরে।

আগ দিনোদ আমি বেগে
হেঙগরঙ বেয় বেয়,
গীদে-রেঙে বেড়েদঙ।
মন্ সুগে তেদঙ আমি
আরো নাজিদোঙ।

ইক্কে দিনোর পো'ছাগুনো,
হেঙগরঙও ন্ চিনোন।
সেনে তারা হেঙগরঙ 'র'ও
ন্ বুজোন।
আরাদে আরাদে বেগ আরেলঙ,
আরেলঙ আরো গরঙ।
ইক্কে দিনো মানুস্সুনে,
শিঙে, দুধুক, বাজি, হেঙগরঙ,
তুবেয় রাগেবার চেরেত্তাও ন্ গরন।

জাদর ঐতিহ্য ধুরি রাগেবার,
চেরেত্তা গরা পরিবো।
শিঙে, দুধুক, বাজি, হেঙগরঙ বাজেবার
শিঘে বেগর পরিবো।

এজ আমি ধুরি রাগেয়,
জাদর ঐতিহ্যনি।
পো'ছাগুনেরে শিঘেই যেয়,
শিঙে, দুধুক, বাজি,
হেঙগরঙঅর সুরানি।
============
পুর- ০৫.১০.২০১৯ইং।