Monday, February 10, 2020

                            পানছড়িতে
 মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাস

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়িতে  মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাস। আজ(১০.০২.২০২০ইং) দিন ব্যাপী এসব নিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করেন।


সকালে উপজেলার প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রনালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক  শিক্ষা  ব্যুরো কর্তৃক  সুপারভাইজার  ও শিক্ষকদের ৫ দিন ব্যাপি  বুনিয়াদি  প্রশিক্ষন কোর্স উদ্বোধন, দুপুওে লোগাং ইউনিয়নে মতবিনিময় সভা, ঐতিহাসিক  দুধুকছড়া পরিদর্শন ও বিকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিরাপদ পানি ব্যবস্থাপনা ও সরবরাহ পরিদর্শন করেন।
এ সময় পানছড়ি  উপজেলা  প্যানেল চেয়ারম্যান  চন্দ্র দেব চাকমা, উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা  সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ  উপস্থিত  ছিলেন।



তাং-১০.০২.২০২০ইং।


                          পানছড়িতে
মৌলিক  স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের বুনিয়াদি  প্রশিক্ষন উদ্বোধন

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রনালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক  শিক্ষা  ব্যুরো কর্তৃক  সুপারভাইজার  ও শিক্ষকদের ৫ দিন ব্যাপি  বুনিয়াদি  প্রশিক্ষন কোর্স উদ্বোধন  করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ(১০.২.২০২০ইং) সোমবার সকালে খাগড়াছড়ি জেলা  প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাস বুনিয়াদি  প্রশিক্ষন কোর্স উদ্বোধন  করেন। 

মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের  সমন্বয়কারী আলোক প্রদীপ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা  প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান  চন্দ্র দেব চাকমা, উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, জেলা উপানুষ্ঠানিক  শিক্ষা  ব্যুরোর সহকারী পরিচালক মো. জুলফিকার আমিন, আনন্দ খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা প্রমূখ।
উপজেলার  ৬০টি কেন্দ্রের ১২০ জন শিক্ষক ও সুপারভাইজার  বুনিয়াদি  প্রশিক্ষন কোর্সে অংশ গ্রহণ করেন ।

তাং-১০.০২.২০২০ইং।