Friday, October 25, 2019

                    পানছড়িতে
২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি উদ্বোধন করলেন-এমপি বাসন্তী চাকমা

 নূতন ধন চাকমা,
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি, সিদ্ধার্থ ভূমিষ্ট হওয়ার মূর্তি উদ্বোধন করলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা।
উপজেলার তারাবন ভাবনা কেন্দে ৬-তম কঠিন চীবর দান অনুষ্টানে দিনে তিনি এ উদ্বোধন করেন। 
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমূখ।

উল্লেখ্য, গত ২৪ ও ২৫ অক্টোবর পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে ৬-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়।

তাং ২৫.১০.১৯ইং।

No comments: