নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইপসা শো প্রকল্পের আয়োজনে স্ট্রেদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিল্ড্রেন এর উপজেলা পর্যায়ে রিভিউ এন্ড প্ল্যানিং ওয়ার্কশপ আজ মঙ্গলবার(২৯.১০.১৯ইং)অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সনজিব ত্রিপুরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, স্বাগতিক বক্তব্য রাখেন ইপসা শো প্রকল্পের প্রকল্পের ব্যাবস্থাপক সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নতুন ধন চাকমা, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান কবির সাজু, সাংবাদিক মোঃ বাশার, চেংগী ইউপি সাবেক চেয়ারম্যান নব কুমার চাকমা, লোগাং ইউপি সদস্য জাপান চাকমা, সমাজ সেবক মিলন ত্রিপুরা প্রমুখ।
কর্মশালায় শো প্রকল্পের প্রতিবেদন তুলে ধরেন ইপসা কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, ইপসা শো প্রকল্পের উন্নয়ন কর্মী কিরণ চাকমা ও বিউটি চাকমা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাং ২৯.১০.১৮ইং।