Thursday, January 14, 2021

   পানছড়িতে চাঙমা লেঘা কোর্সের সার্টিফিকেট বিতরণ

নূতন ধন চাকমা, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে চাঙমা লেঘা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। চাঙমা সাহিত্য বাহ্ সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার(১৪.১.২০২১ইং) সকাল সাড়ে ১১টায় উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে হল রুমে পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা এ সব সার্টিফিকেট বিতরণ করেন।


এ সময় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  চন্দ্র দেব চাকমা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  তৌহিদুল  ইসলাম, চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কিরণ চাকমা,  চাঙমা সাহিত্য বাহ্ কর্ণধার ইনজেব চাকমা, সমাজ সেবক চঞ্চল কান্তি চাকমা, আনন্দ মোহন চাকমা, লালন কান্তি চাকমা প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  দুর্নীতি প্রতিরোধ  কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা,  ইউপি চেয়ারম্যান  বিজয় চাকমা, কিরন ত্রিপুরা, কালা চাঁদ চাকমা, শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদারসহ  স্থানীয় গন্যমান্য  ব্যক্তিবর্গ।

তাং-১৪.১.২০২১ইং।