Monday, February 1, 2021

                      পানছড়িতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
                        ৪-০ গোলে বিজয়ী কাউখালী একাদশ

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)\
খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি উপজেলা ও রাঙামাটির কাউখালী উপজেলার প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ৪-০ গোলে বিজয়ী হয়েছে কাউখালী প্রমিলা ফুটবল একাদশ। গত মঙ্গলবার(০১.০১.২০২১ইং) বিকাল ৩টায় পানছড়ি উপজেলার ঐতিহাসিক দুধূকছড়ার বাউর পাড়ার অনুপম-হিমাংশু ক্রীড়াঙ্গনে এ প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়। খেলায় রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন খুশি চাকমা, নুন মারমা, আকাশি চাকমা। ৪র্থ রেফারি ছিলেন এলিপ্রæ মারমা।


খেলা উপভোগ করেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারমান লোকমান হোসেন, পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, অনুপম-হিমাংশু ক্রীড়াঙ্গনের ভূমি দাতা হিমাংশু চাকমা, কাউখালী প্রমিলা ফুটবল একাডেমির উপদেষ্টা আমুইঅং মারমা, সাধারনণ সম্পাদক চাইথোয়াই মারমা, অর্থ সম্পাদক অংসাপ্রæ মারমা, পানছড়ি উপজেলা ফুটবল একাডেমির প্রতিষ্টাতা সাংবাদিক শাহজাহান কবির সাজু, পানছড়ি ফুটবল একাডেমির কোচার কেপ্রæচাই মারমা প্রমূখ।
এছাড়াও খেলার হাজার হাজার দর্শক উপভোগ করেন।