Friday, October 18, 2019

                       পানছড়ি’র
শান্তিপুর অরন্য কুটিরে কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরে ১৩-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ লক্ষে গত বৃহস্পতিবার (১৭.১০.১৯ইং) বিকাল ৫টায় পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির ’বেইন বুনা’ শুভ উদ্বোধন করেন।
এরপর তুলা উত্তোলন, তুলা থেকে সুতা, সুতা থেকে কোমর তাঁতের মাধ্যমে রাতভর কাপড় বুনানো হয়। সেই কাপড় সেলাই করে শুক্রবার(১৮.১০.১৯ইং) কঠিন চীবরটি দান করা হয়।
এ লক্ষে সকালে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়। গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন-শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের বৌদ্ধ ভিক্ষু দেবানন্দ মহাস্থবির, খাগড়াছড়ির ক্ষান্তিপুর বনকুটির থেকে আগত আর্যমিত্র মহাস্থবির প্রমূখ।
বক্তব্য দেন-তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা, সাবেক উপমন্ত্রী মুনি স্বপন দওেয়ান, শান্তিপুর অরন্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সীতশ চন্দ্র চাকমা ও জুয়েল চাকমা, খাগড়াছড়ির আর্মি রিজিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ মাহমুদ ও ক্যাপ্টেন আরিফুল রহমান, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান  মনিতা ত্রিপুরা, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা একান্ত সচিব খগেন ত্রিপুরা, এমপি বাসন্তি চাকমার একান্ত সচিব মার্শাল চাকমা প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জুনেল চাকমা ও অন্তরা চাকমা, দানীয় সামগ্রী উৎসর্গ বিবর্তন চাকমা ও অমৃত নন্দ চাকমা।
নূতন ধন চাকমা, পানছড়ি।

তাং ১৮.১০.১৯ইং।





No comments: