Tuesday, December 24, 2019


     পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
নূতন ধন চাকমা, পানছড়ি।
পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ(২৪.১২.১৯ইং) বিকাল ২টায় উপজেলার কানুংগোপাড়া সাঁওতাল পাড়ার মন্দির প্রাঙ্গনে ৩৮জন সাঁওতাল পারিবারের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বিনয় বিকাশ তালুকদার, পানছড়ি প্রেস ক্লাবে সাবেক সভাপতি নূতন ধন চাকমা, পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের সহ-সাধারন সম্পাদ জিনা মনি চাকমা, যুগ্ম সম্পাদক আরসন চাকমা, কার্য নির্বাহী সদস্য নাগরী চাকমা, মনতোষ চাকমা, সূর্ষ্য আলো চাকমা প্রমূখ।

তাং ২৪.১২.১৯

মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে -বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান।
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। পাহাড়ে সহবস্থানে বসবাস করে উন্নয়ন করতে হবে।এতে মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন্ বাস্তবায়ন হবে। এজন্য জন্য সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার(২৪.১২.১৯ইং) সকালে পানছড়ি উপজেলার পরিষদ মিলনায়তনে বিভাগীয়  চট্ট্রগামের কমিশনার মোঃ আব্দুল মান্নান এসব কথা বলেন।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও  খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাসের  সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসাবে তিনি আরো বলেন- আমরা সবাই মানুষ। কে চাকমা, কে ত্রিপুরা, কে মারমা, কে বাঙালী ভেদাভেদ চিন্তা না করে সবাইকে মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আসতে হবে। কর্মবোধ ও নিজ নিজ দায়িত্ববোধের মাধ্যমে মানুষের কাছে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে।প্রতিদিন কমপক্ষে একজনকে উপকার করেন। এমন মনোভাব নিয়ে এগিয়ে আসেন । দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নে নিজেকে সামিল করারও আহবান জানান তিনি। এছাড়াও তিনি পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য  মান উন্নয়নে যুগোপযোগী  পদক্ষেপ নেওয়ায়  আহবান  জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ওবক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, উপজেলা  পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র  দেব চাকমা ,   উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  বিজয় কুমার দেব,   ইউপি চেয়ারম্যান  নাজির হোসেন,   শিক্ষক  ও হেডম্যান শান্তি জীবন  চাকমা প্রমূখ।


মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান  মনিতা ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ  নুরুল আলম, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি  জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আব্দুল মোমিন, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্ত গন,  ইউপি  চেয়ারম্যান বিজয় চাকমা, কালা চাঁদ  চাকমা, কিরন ত্রিপুরা, হেডম্যান- কার্বারীগন,  স্থানীয় নেতৃবৃন্দ,  বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধানগন সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ  এতে উপস্থিত ছিলেন।
 তাং-২৪.১২.১৯ই।