Tuesday, December 17, 2019

পানছড়িতে ১১৭জনকে  চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ
নূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে আজ(১৭.১২.১৯ইং) সকাল১০টায়  ১২৭ জনকে এ সার্টিফিকেট বিতরণ করেন।


চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় অধ্যক্ষ কিরণ চাকমার সভাপতিত্বে ও পিংকি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কালাচাঁদ চাকমা,
চাঙমা সাহিত্য বাহ্ উপদেষ্টা সবিতা চাকমা ও সুজন চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর সভাপতি ইনজেব চাঙমা,  শিক্ষক, সংবাদিক ও  কবি নূতন ধন চাঙমা, পূজগাঙ মূখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর তথ্য আ গবেষক ও  চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক স্মরণিকা চাকমা, চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক ইতি চাকমা, রুপসী চাকমা রুপা, পরেশ চাকমা, লব্দ চাকমা প্রমূখ।
তাং-১৭.১২.১৯ ইং।