Thursday, October 10, 2019

ঘিলে হারা

"ঘিলে হারা"
 নূতন ধন চাকমা

লেঘাপড়া ন্ শিঘিনেয়,
ঘিলে হারা হেলেদঙ।
ঘুমত্তুন উদিনেয় অাধ মূ ন্ ধুয়ে গরি,
বেন্ন্যে পোত্ত্যে লামিদোঙ।


ঝারদ যেনেয় অক্ত অক্ত
ঘিলে বানেয় অানিদোঙ।
সঙ সমাজ্জ্যে লাগদ পা-পি অলে,
ঘিলে হারা হেলেদঙ।

ঘিলে হারা হেলাদে
বুড়োয়,গুরোয় চেই থেদাক।
ন্ হেলেয় সমাজ্জ্যেগুনে,
হেলাদ জিনিবার বুদ্ধি শিঘেয় দ্বি যেদাক।

ঘিলে হাররা হেলেয় হেনেয়,
হ্ধক লড়া হিয়েয়।
বাব-মা'গুনোত্তুন মের হেনেয়,
হানি হানি হ্ধক থিয়েয়।

ঘিলে হারা হেলাদে
উচ্চো গরে বেজ গরি।
মন্ সুগে হারা হেলেদঙ বেগে,
সঙ সমাজ্জ্যে মিলি।

উরিঙে গাজর ঘিলে বানেদঙ,
বড় বড় গরিনেয়।
ঘিলে বানেদে হ্ধক ঘা' গোজ্জ্যেয়,
তার হন্ ইজেব নেয়।

ঝার হালদ
ধার তাগল্ল্যোয় ঘিলে বানাদে,
হ্ধক ঘা' গোজ্জ্যেয়।
সে ঘা'অানি গম গরেবার,
হ্ধক জেত্ত্যেল গরম দ্বি' পিয়েয়।

বাবা-মামাত্তুন অহ্ধা হিয়েয়,
ঘা'অানিদ জেত্ত্যেল্ গরম দিদে।
ঘিলে হারা হেলেয় ন্ পেলে,
মনানিদ ন্ বজে হন্ ঠিদে।

অক্ত অলে হেলেবার মনে হয়,
সঙ সমাজ্জ্যে লগে।
বেড়া যেয় গুরি হারা হেলিদোঙ
এক্কা সুযুগ পেলে।

মন্ সুগে নুক্কুরুক দিদোঙ,
হেলা সাল্ল্যেঙঅদ যেনেয়।
জিদে-জিত্ত্যে গুরি হারা হেলেদঙ,
সঙ-সমাজ্জ্যে মিলিনেয়।

ভালক সুখে এহলঙ অামি,
মন্ চিদে নেয় গরিনেয়।
মন্ সুগে বেড়েদঙ বেগে,
সঙ-সমাজ্জ্যে মিলিনেয়।

ইক্কে দিন্নো গুরোগুনে
ঘিলে হারাও ন্ বুজোন।
অাধুনিক যুগোদ পড়িনেয় তারা
ঘিলেগুনও ন্ চিনোন।

ঐতিহ্য,কৃষ্টি বেগ অারেলুঙ,
'ঘিলে হরাা' অানও নেয়।
জাদর সংস্কৃতি ধুরি রাগেবার,
বুড়ো গুনোরও হন্ হবর নেয়।
===========
পুর-১০.১০.২০১৯ইং।



No comments: