Friday, October 25, 2019

পানছড়ি’র
তারাবন ভাবনা কেন্দ্রে ৬-তম কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে দু’দিন ব্যাপী(২৪ ও ২৫অক্টোবর) ৬-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। 
এ অনুষ্ঠানে ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি দান, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি দান, বুননকৃত চীবর দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান,ভূমি দান, সহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে কামর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে দান করা হয়।
রাঙামাটি রাজবন বিহারের থেকে আগত শ্রীমৎ পূর্ণ জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে 
স্থানীয় ইউপি সদস্যা সুশীলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি ইটছড়ি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ মিত্র মহাস্থবির, তক্ষশীলা বনবিহারের অধ্যক্ষ করুণা বর্ধন মহাস্থবির, রাঙামাটি ক্ষান্তিপুর বনবিহারের অধ্যক্ষ আর্ষ্য বোধি মহাস্থবির, তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির প্রমূখ।






অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন তিন পার্বত্য জেলার মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, রাঙামাটির মানবাধিকার কর্মী মিসেস নিরুপা দেওয়ান, তারাবন ভাবনা কেন্দ্রে উদযাপন কমিটির আহবায়ক অরুন চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।

অনুষ্ঠানের আগে সকালে তিন পার্বত্য জেলার মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি,
 বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি, সিদ্ধার্থ জন্ম লাভের সময়ের মূর্তি শুভ উদ্বোধন করেন।

তাং২৫ .১০.১৯ইং।
 

No comments: