'মোনো পো মুই'
নূতন ধন চাকমা,
মুই ওলুঙগে জুম বলা 'পো',
তেন্ন্যে পিনি তাঙ।
মোনে মোনে বেড়েয় বেড়েই,
ম্ মনান মুই জুরাঙ।
অক্ত অক্ত গামজা পিনোঙ,
মন হুজিয়ে।
মাহল গুচ দিনেয় ছড়া ইজোঙ,
ইজে, মাজ, হাঙারা পেবার উদিজে।
দিন্নো এ্যালে মুড়োয় মুড়োয়,
বেরেয় বেরেয় তাঙ।
মোন ঘর ইজোরদ বোনেয়,
শিঙে, হেঙগরঙ, বাজি বেয় বেয় তাঙ।
এ মোনত্থুন ও মোনত ,
এ ছরাত্থুন ও ছরাত,
এ চাগালাত্তুন ও চাগালাদ
রেদে দিন মুই বেড়াঙ।
চিগোন ছড়ার মাজ, হাঙারা, ইজে,
ছড়া ইজিনেয় হাঙ।
হে্ল গাজ্ তলে বাজি বাঙ,
মোন চুগো মাদাত।
অক্ত অক্ত বেড়াঙ মুই,
নোনেয়ে শিলো মাজারদ।
জুরো আহ্ভায়, পেঘো গীতে
চিত জুরেয়য় যার মর।
মোন ঘরদ তাঙ হেনেয়,
মর নেয় হন্ বাঘ-ভালুগো দর।
বান্দরুন অা পেক্কুনে মরে,
বন্ধু মনে গরন।
বাজি রবো সুরে সুরে
তারাও নাগর মাদন।
পেক্কুনোর সুরে সুরে
মুয়ো বাজি বাঙ।
গাজদ তলে, ঝুবো চেরে,
তারা লগে দিন হাদাঙ।
মন্ হুজিয়ে তাঙ মুই,
হন চিদে নেয় গরি।
বাজি বেয় বেয় দিন হাদাঙ,
গাজদ তলে পুড়ি।
মোন মুরোদ বেড়াদে মর
ভারি গম লাগে।
চিদ ঘিলে যানে জুরেয় যায়,
মোন ঘরানি দগে।
'বাবা-মামা' জুম গরন,
জুম বলা পো-ছা হেনেয়।
অক্ত অক্ত হাম বল দোঙ,
তারারে চিদ পুরিনেয়।
============
পুর- ০৩/১০/২০১৯ই।
নূতন ধন চাকমা,
মুই ওলুঙগে জুম বলা 'পো',
তেন্ন্যে পিনি তাঙ।
মোনে মোনে বেড়েয় বেড়েই,
ম্ মনান মুই জুরাঙ।
অক্ত অক্ত গামজা পিনোঙ,
মন হুজিয়ে।
মাহল গুচ দিনেয় ছড়া ইজোঙ,
ইজে, মাজ, হাঙারা পেবার উদিজে।
দিন্নো এ্যালে মুড়োয় মুড়োয়,
বেরেয় বেরেয় তাঙ।
মোন ঘর ইজোরদ বোনেয়,
শিঙে, হেঙগরঙ, বাজি বেয় বেয় তাঙ।
এ মোনত্থুন ও মোনত ,
এ ছরাত্থুন ও ছরাত,
এ চাগালাত্তুন ও চাগালাদ
রেদে দিন মুই বেড়াঙ।
চিগোন ছড়ার মাজ, হাঙারা, ইজে,
ছড়া ইজিনেয় হাঙ।
হে্ল গাজ্ তলে বাজি বাঙ,
মোন চুগো মাদাত।
অক্ত অক্ত বেড়াঙ মুই,
নোনেয়ে শিলো মাজারদ।
জুরো আহ্ভায়, পেঘো গীতে
চিত জুরেয়য় যার মর।
মোন ঘরদ তাঙ হেনেয়,
মর নেয় হন্ বাঘ-ভালুগো দর।
বান্দরুন অা পেক্কুনে মরে,
বন্ধু মনে গরন।
বাজি রবো সুরে সুরে
তারাও নাগর মাদন।
পেক্কুনোর সুরে সুরে
মুয়ো বাজি বাঙ।
গাজদ তলে, ঝুবো চেরে,
তারা লগে দিন হাদাঙ।
মন্ হুজিয়ে তাঙ মুই,
হন চিদে নেয় গরি।
বাজি বেয় বেয় দিন হাদাঙ,
গাজদ তলে পুড়ি।
মোন মুরোদ বেড়াদে মর
ভারি গম লাগে।
চিদ ঘিলে যানে জুরেয় যায়,
মোন ঘরানি দগে।
'বাবা-মামা' জুম গরন,
জুম বলা পো-ছা হেনেয়।
অক্ত অক্ত হাম বল দোঙ,
তারারে চিদ পুরিনেয়।
============
পুর- ০৩/১০/২০১৯ই।
No comments:
Post a Comment