Monday, December 2, 2019

পানছড়িতে পার্বত্য চুক্তির ২২ বছর পুর্তি উদযাপিত

নূতন ধন চাকমা, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে  পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উদ্যাপিত হয়েছে।
সোমবার(০২.১১.১৯ইং) সকালে উপজেলা পরিষদ মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি ৩ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে আলোচনা সভায় মিলিত হয়।



সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সাবজোন অধিনায়ক মেজর সোহেল আলম, উপজেলা আ.লীগের সভাপতি আঃ মোমিন, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সঞ্জিব ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

উপজেলার উল্টাছড়ি-লতিবান মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উল্টাছড়ি-লতিবান এলাকাবাসী নালকাটা হতে মিছিল নিয়ে কুড়াদিয়াছড়া বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।


এতে উল্টাছড়ি লতিবান ইউপি মেম্বার আ¤্রা মার্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লতিবান ইউনিয়ন চেয়ারম্যান কিরণ লাল ত্রিপুরা, কার্বারী এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, কার্বারী রিম্রাচাই মারমা, মহিলা মেম্বার সুজাতা চাকমা প্রমুখ।
 

উপজেলার লোগাং-পুজগাং এলাকাবাসীর উদ্যোগে পুজগাং বাজার হতে মিছিল সহকারে এসে পুজগাঙ স্কুল মাঠ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। চেংগী ইউপি চেয়াররম্যান কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও ইউপি সদস্য তন্তুু চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী নগেন্দ্র চাকমা ও চেঙ্গী ইউপি সদস্য সুশীলা চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তি চাই, সংঘাত চাই না। আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। যারা পার্বত্য চট্টগ্রামে সংঘাত জিইয়ে রেখে কায়েমী স্বার্থ হাসিল করতে চায় আমরা তাদের নিন্দা জানাই।
বিকাল সাড়ে ৩টার উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

তাং ০২.১১.১৯ইং।

No comments: