Friday, December 27, 2019

             পানছড়ির পূজগাং অরণ্য কুটিরে 
        শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ
নূতন ধন চাকমা, পানছগি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়ির পূজগাং অরণ্য কুঠিরে শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ অনুষ্ঠান আজ(২৭২৭.১২.১৯ইং) দিনব্যাপী অনুষ্টিত হয়েছে। এ লক্ষে পঞ্চশীল গ্রহণ ও জয় জয় বুদ্ধ পতাকা গানের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।


পানছড়ি মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে, জুনেল চাকমা ও অর্নেসা চাকমার সঞ্চালনায় স্ব-ধর্ম ধেশনা দেন রাঙামাটি রাজ বনবিহার থেকে আগত সুধর্মানন্দ মহাস্থবির ও খাগড়াছড়ির ইটছড়ি মৈত্রীপুর বনবিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, খাগড়াছড়ি তেতুলতলা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিদর্শন আচার্ষ্য তেজবংশ মহাস্থবির, রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির ও পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির।
এলাকাবাসীর পক্ষ থেকে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও পূজগাং দেবেন্দ্র পাড়ার বাসিন্দা ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিহারী  লাল চাকমা প্রমূখ।
মহাস্থবির বরণকৃত বৌদ্ধ ভিক্ষুরা হলেন- রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির , পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির, পানছড়ি শ্রীকুন্তিমাছড়া অরণ্য কুটিরের অধ্যক্ষ আর্ষ্যশ্রী মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহার থেকে আগত কল্যান মিত্র মহাস্থবির ও আর্য্য জ্যোতি মহাস্থবির।
অনুষ্ঠানে স্ব-ধর্ম গান পরিবেশনা করেন পার্কি চাকমা ও পনি চাকমা।

তাং২৭.১২.১৯ইং।



No comments: