Monday, February 10, 2020

                            পানছড়িতে
 মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাস

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়িতে  মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাস। আজ(১০.০২.২০২০ইং) দিন ব্যাপী এসব নিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করেন।


সকালে উপজেলার প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রনালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক  শিক্ষা  ব্যুরো কর্তৃক  সুপারভাইজার  ও শিক্ষকদের ৫ দিন ব্যাপি  বুনিয়াদি  প্রশিক্ষন কোর্স উদ্বোধন, দুপুওে লোগাং ইউনিয়নে মতবিনিময় সভা, ঐতিহাসিক  দুধুকছড়া পরিদর্শন ও বিকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিরাপদ পানি ব্যবস্থাপনা ও সরবরাহ পরিদর্শন করেন।
এ সময় পানছড়ি  উপজেলা  প্যানেল চেয়ারম্যান  চন্দ্র দেব চাকমা, উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা  সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ  উপস্থিত  ছিলেন।



তাং-১০.০২.২০২০ইং।


No comments: