পানছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সভা
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ, প্রতিকার ও করনীয় নির্ধারনে মাল্টিসেক্টরাল কমিটির এক আলোচনা সভা হয়েছে। পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ(১৮.৩.২০২০ইং)দুপুর ১২টায় এ সভা হয়।
সভায় পানছড়ি উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডা. অনুতোষ চাকমা করোনা ভাইরাস সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরেন এবং আক্রান্ত ব্যাক্তিদের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন। করোনা ভাইরাসের সন্দেহ হলে অতি দ্রæত আইইডিসিআর এ হটলাইন নম্বরে ০১৫০০৬৪৯০১-৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪-৬,০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩,০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪,০১৯২৭-৭১১৭৮৫ইত্যাদি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ, প্রতিকার ও করনীয় নির্ধারনে মাল্টিসেক্টরাল কমিটির এক আলোচনা সভা হয়েছে। পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ(১৮.৩.২০২০ইং)দুপুর ১২টায় এ সভা হয়।
সভায় পানছড়ি উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডা. অনুতোষ চাকমা করোনা ভাইরাস সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরেন এবং আক্রান্ত ব্যাক্তিদের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন। করোনা ভাইরাসের সন্দেহ হলে অতি দ্রæত আইইডিসিআর এ হটলাইন নম্বরে ০১৫০০৬৪৯০১-৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪-৬,০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩,০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪,০১৯২৭-৭১১৭৮৫ইত্যাদি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।
No comments:
Post a Comment