Wednesday, March 18, 2020

       পানছড়িতে পুষ্টি কমিটির বার্ষিক পরিকল্পনা২০২০-২০২১ইং প্রনয়ন কর্মশালা
নূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুষ্টি কমিটির বার্ষিক পরিকল্পনা২০২০-২০২১ইং প্রনয়ন কর্মশালা অনুষ্টিত হয়েছে। পানছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন(লিন) প্রকল্পের সহযোগিতায় পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ(১৮.৩.২০২০ইং)দুপুর ১০টায় এ কর্মশালা হয়।
কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়নের সম্ভাব্য পুষ্টি কমিটির বার্ষিক পরিকল্পনার উপস্থাপন করেন ‘লিন’ প্রকল্পের পানছড়ি উপজেলা সমন্বয়ক ডরোথী চাকমা।


 পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার, লিন প্রকল্পের  উপজেলার  ফেসিলিটেটর হ্যাপি দেওয়ান, স্বর্ণা চাকমাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাং-১৮.৩.২০২০ইং।

No comments: