Saturday, April 4, 2020

হতদরিদ্রদের চাউল সহায়তা করলেন
পানছড়ির সাংবাদকর্মী মোহাম্মদ শাহজাহান কবির সাজু

 
নূতন ধন চাকমা, পানছড়ি
 
খাগড়াছড়ির পানছড়িতে হতদরিদ্রদের পাশে চাউল সহায়তা দিলেন পানছড়ির সংবাদকর্মী শাহজাহান কবির সাজু। ৪ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার খেটে খাওয়া দশটি পরিবারের হাতে নিজ অর্থায়নে পাঁচ কেজি: করে চাউল তুলে দেন।
সে দৈনিক কালের কন্ঠ, দৈনিক পূর্বকোন ও অন লাইন পার্বত্য নিউজের পানছড়ি উপজেলা প্রতিনিধি।


শাহজাহান কবির সাজু জানান, অসহায় হতদরিদ্রদের এ সহায়তা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। টানা লকডাউনে তাদের দু’বেলা খাবা জুটছেনা মনে করে তাদেরকে এ সহায়তা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে যাচ্ছেন-যে যার অবস্থান থেকে হতদরিদ্রদের পাশে দাড়ানোর। প্রধানমন্ত্রীর সেই কথাটিকে সম্মান জানিয়ে নিজের সাধ্যমত সহায়তা নিয়ে আমার এগিয়ে আসা। এর আগেও উপজেলার আমি বিভিন্ন এলাকায় বিøসিং পাউডার বিতরণ করেছি।
তাং- ০৪.০৪.২০২০ইং।



No comments: