পানছড়িতে চেঙেখলা সাহিত্য সংস্কৃতি সংগঠন উদ্বোধন
নূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙেখলা নামে গণ সাহিত্য, সংস্কৃতির সংগঠন উদ্বোধন করা হয়েছে। গতকাল(৯০২.১২.২০২১ইং) বিকাল ৩টা সময় চেঙ্গী ইউনিয়নের বনশ্রী শিশু নিকেতন এ হলরুমে পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারমান চন্দ্র দেব চাকমা শুভ উদ্বোধন করেন।
চেঙে দুয়ারের বিশিষ্ট কবি, লেখক, গীতিকার, সুরকার চিম্ময় চাকমা সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পূজগাং সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক স্মরনিকা চাকমা, পূজগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, প্রাইমারী স্কুলে শিক্ষক বিশিষ্ট গীতিকার ও সুরকার কর্মেন প্রিয় চাকমা, চেংগী ইউনিয়নের সাবেক ভারপাপ্ত চেয়ারম্যান নব কুমার চাকমা, চাঙমা ভাষা গবেষক ও সমাজ সেবক সুমঙ্গল চাকমা প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি ও আবৃতিকার হেমা চাকমা, কবি পিংকু চাকমা,কবি অমর বিকাশ চাকমাসহ অনেক কবি ও লেখক।
নূতন ধন চাকমা,
০২.১২.২০২১ইং।
No comments:
Post a Comment