Monday, May 31, 2021

পানছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা চেষ্টা।

এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

নূতন ধন চাকমা, পানছড়ি\
খাগড়াছড়ির পানছড়িতে শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নির্মমভাবে হত্যার চেষ্টা করেছে র্দুবৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাত ১২.৩০টায় পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারে এ ঘটনা ঘটে। তিনি পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারের অধ্যক্ষ।এ ব্যাপারে উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ প্রতিবাদে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি  পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ াবদ্যালয় থেকে শুরু হয়ে পূজগাং বাজার, পানছড়ির কানুঙগো পাড়া ঘুরে এসে পানছড়িÑলোগাং বাজার সড়কে লাল্ল্যে আদাম বটগাছের নিচে এক সমাবেশ করে। প্রজ্ঞা সাধনাপুর বনবিহার উন্নয়ন কমিটির সভাপতি মতিলাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, মহিলা মেম্বার সুশিলা চাকমা, সমাজ সেবক বিপুল চাকমা পমূখ। বক্তারা দোষীদের দ্রæত গেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে পানছড়ি থানার ওসি মো: দুলাল হোসেন বলেন ঘটনা শোনার সাথে সাথে আমি ভান্তেকে পানছড়ি হাসপাতালে দেখতে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে না নেওয়া পর্যন্ত আমি সেখানে ছিলাম।
এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেবো এবং দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা করবো।



No comments: