পানছড়ি’র
মুনিপুর বনবিহারে ২১-তম কঠিন চীবর দান অনুষ্টিত
মুনিপুর বনবিহারে ২১-তম কঠিন চীবর দান অনুষ্টিত
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ির মুনিপুর বনবিহারে ২১-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। গত ২০ ও ২১ অক্টোবর দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ সামগ্রী দান করা হয়।
খাগড়াছড়ির পানছড়ির মুনিপুর বনবিহারে ২১-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। গত ২০ ও ২১ অক্টোবর দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ সামগ্রী দান করা হয়।
শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি রাজ বনবিহারের অবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, রাঙামাটি রাজ বনবিহারের থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির, পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির।
তাং ২০.১০.১৯ইং।
No comments:
Post a Comment