Tuesday, October 22, 2019


                     পানছড়ি’র
জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
 
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং দুয়ার জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ লক্ষে গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে গত সোমবার(২১.১০.১৯ইং) বিকাল ৫টা থেকে কোমর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে গত মঙ্গলবার(২২.১০.১৯ইং)দান করা হয়।


 
দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।
শিক্ষক ইন্দ্র লাল চাকমার, স্বপ্না চাকমা ও সজীব চাকমার সঞ্চালনায় ও পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, পানছড়ির পূজগাং প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, রাঙামটিরি নানিয়াচর উপজেলার ভূঁইয়ো আদাম আনন্দ কুটির বিদর্শন ভাবনা কেন্দের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান বংশ মহাস্থবির, পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ আদিকল্যাণ স্থবির, খাগাছড়ি গাছবান পারমিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শীল রক্ষিত স্থবির।
অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন খাগড়াছড়ি জে লা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, শিক্ষক উদ্দীপন চাকমা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমা প্রমূখ।।
==================

তাং ২২.১০.১৯ইং।



No comments: