Saturday, November 30, 2019

                         পানছড়িতে 
  ইপসা ‘শো’ প্রকল্পের সমাপ্তকরন সভা অনুষ্ঠিত
নূতন ধন চাকমা, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইপসা শো প্রকল্পের সমাপ্তকরণ সভা আজ শনিবার(৩০.১১.১৯ইং) সকাল ১১টায় ৩নং পানছড়ি সদর ইউনিয়র পরিষদ মাঠে অনুষ্টিত হয়েছে।


উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে ও শো প্রকল্পের পানছড়ি উপজেলা ব্যবস্থাপক সাংবাদিক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি হাসপাতালের সিভিল সার্জন মোঃ ইদ্রসি আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান, ইপসা’র পরিচালক মনজুর মোমেদ চৌধুরী।


এছাড়াও সভায় বক্তব্য রাখেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সনজীব ত্রিপুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, 
 
৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ১নং লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ইউপি সদস্য সুশিলা চাকমা প্রমূখ।

সভায় উপজেলার উপজেলার সাংবাদিক, হেডম্যান, কাবার্রী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য ও পিরবার পরিকল্পনার বিভাগের কর্মচারীসহ বিভিন্ন পেশার রোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইপসা’ র শো প্রকল্পেটি এপ্রিল ২০১৬ইং সাে থেকে পানছড়ির দুর্গম প্রত্যন্ত অঞ্চলে ৫টি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে কাজ শুরু করে। স্বাস্থ্যসেবার মান ব্যাপক বৃদ্ধি করে ডিসেম্বর ২০১৯ইং এ কার্যক্রম সমাপ্ত করে।
তাং ৩০.১১.১৯ইং।

No comments: