Friday, January 17, 2020

পানছড়িতে ৪শ কম্বল বিতরণ করলে
এমপি বাসন্তি চাকমা


নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৪শ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলে তিন পার্বত্য জেলার মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা। আজ(১৭.১.২০২০ইং) সকাল ১০টায় পানছড়ি উপজেলা হলরুমে তিনি এ সব কম্বল বিতরণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম,  এমপি’র একান্ত সহকারী মার্শাল চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোমিন প্রমূখ।

Sunday, December 29, 2019

পানছড়িতে অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের              উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়িতে অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজ(২৯.১২.১৯ইং)শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলার গণপাঠাগার মাঠে দুপুর ১২টায় উপজেলার ৫১টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।










বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল ও অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের কর্ণধার পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূতন ধন চাকমা।
অল নাইস শিক্ষা ফাউন্ডেশন হলো পানছড়ি উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাইমারী শিক্ষকদের গড়ে তোলা একটি অরাজনৈতিক সংগঠন।
অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের কর্ণধার ত্রিরতন চাকমা বলেন-পানছড়ি উপজেলার অসহায়, দরিদ্র ও দুঃস্থ শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষে এ সংস্থা করা হয়েছে। অল নাইস সদস্যদের উত্তোলনকৃত টাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তাং ২৯.১২.১৯ইং।



Friday, December 27, 2019

             পানছড়ির পূজগাং অরণ্য কুটিরে 
        শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ
নূতন ধন চাকমা, পানছগি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়ির পূজগাং অরণ্য কুঠিরে শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ অনুষ্ঠান আজ(২৭২৭.১২.১৯ইং) দিনব্যাপী অনুষ্টিত হয়েছে। এ লক্ষে পঞ্চশীল গ্রহণ ও জয় জয় বুদ্ধ পতাকা গানের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।


পানছড়ি মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে, জুনেল চাকমা ও অর্নেসা চাকমার সঞ্চালনায় স্ব-ধর্ম ধেশনা দেন রাঙামাটি রাজ বনবিহার থেকে আগত সুধর্মানন্দ মহাস্থবির ও খাগড়াছড়ির ইটছড়ি মৈত্রীপুর বনবিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, খাগড়াছড়ি তেতুলতলা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিদর্শন আচার্ষ্য তেজবংশ মহাস্থবির, রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির ও পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির।
এলাকাবাসীর পক্ষ থেকে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও পূজগাং দেবেন্দ্র পাড়ার বাসিন্দা ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিহারী  লাল চাকমা প্রমূখ।
মহাস্থবির বরণকৃত বৌদ্ধ ভিক্ষুরা হলেন- রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির , পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির, পানছড়ি শ্রীকুন্তিমাছড়া অরণ্য কুটিরের অধ্যক্ষ আর্ষ্যশ্রী মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহার থেকে আগত কল্যান মিত্র মহাস্থবির ও আর্য্য জ্যোতি মহাস্থবির।
অনুষ্ঠানে স্ব-ধর্ম গান পরিবেশনা করেন পার্কি চাকমা ও পনি চাকমা।

তাং২৭.১২.১৯ইং।



Tuesday, December 24, 2019


     পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
নূতন ধন চাকমা, পানছড়ি।
পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ(২৪.১২.১৯ইং) বিকাল ২টায় উপজেলার কানুংগোপাড়া সাঁওতাল পাড়ার মন্দির প্রাঙ্গনে ৩৮জন সাঁওতাল পারিবারের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বিনয় বিকাশ তালুকদার, পানছড়ি প্রেস ক্লাবে সাবেক সভাপতি নূতন ধন চাকমা, পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের সহ-সাধারন সম্পাদ জিনা মনি চাকমা, যুগ্ম সম্পাদক আরসন চাকমা, কার্য নির্বাহী সদস্য নাগরী চাকমা, মনতোষ চাকমা, সূর্ষ্য আলো চাকমা প্রমূখ।

তাং ২৪.১২.১৯

মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে -বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান।
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। পাহাড়ে সহবস্থানে বসবাস করে উন্নয়ন করতে হবে।এতে মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন্ বাস্তবায়ন হবে। এজন্য জন্য সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার(২৪.১২.১৯ইং) সকালে পানছড়ি উপজেলার পরিষদ মিলনায়তনে বিভাগীয়  চট্ট্রগামের কমিশনার মোঃ আব্দুল মান্নান এসব কথা বলেন।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও  খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাসের  সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসাবে তিনি আরো বলেন- আমরা সবাই মানুষ। কে চাকমা, কে ত্রিপুরা, কে মারমা, কে বাঙালী ভেদাভেদ চিন্তা না করে সবাইকে মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আসতে হবে। কর্মবোধ ও নিজ নিজ দায়িত্ববোধের মাধ্যমে মানুষের কাছে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে।প্রতিদিন কমপক্ষে একজনকে উপকার করেন। এমন মনোভাব নিয়ে এগিয়ে আসেন । দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নে নিজেকে সামিল করারও আহবান জানান তিনি। এছাড়াও তিনি পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য  মান উন্নয়নে যুগোপযোগী  পদক্ষেপ নেওয়ায়  আহবান  জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ওবক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, উপজেলা  পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র  দেব চাকমা ,   উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  বিজয় কুমার দেব,   ইউপি চেয়ারম্যান  নাজির হোসেন,   শিক্ষক  ও হেডম্যান শান্তি জীবন  চাকমা প্রমূখ।


মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান  মনিতা ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ  নুরুল আলম, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি  জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আব্দুল মোমিন, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্ত গন,  ইউপি  চেয়ারম্যান বিজয় চাকমা, কালা চাঁদ  চাকমা, কিরন ত্রিপুরা, হেডম্যান- কার্বারীগন,  স্থানীয় নেতৃবৃন্দ,  বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধানগন সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ  এতে উপস্থিত ছিলেন।
 তাং-২৪.১২.১৯ই।

Tuesday, December 17, 2019

পানছড়িতে ১১৭জনকে  চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ
নূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে আজ(১৭.১২.১৯ইং) সকাল১০টায়  ১২৭ জনকে এ সার্টিফিকেট বিতরণ করেন।


চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় অধ্যক্ষ কিরণ চাকমার সভাপতিত্বে ও পিংকি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কালাচাঁদ চাকমা,
চাঙমা সাহিত্য বাহ্ উপদেষ্টা সবিতা চাকমা ও সুজন চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর সভাপতি ইনজেব চাঙমা,  শিক্ষক, সংবাদিক ও  কবি নূতন ধন চাঙমা, পূজগাঙ মূখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর তথ্য আ গবেষক ও  চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক স্মরণিকা চাকমা, চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক ইতি চাকমা, রুপসী চাকমা রুপা, পরেশ চাকমা, লব্দ চাকমা প্রমূখ।
তাং-১৭.১২.১৯ ইং।


Saturday, December 7, 2019

‘পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক’ সম্মেলনে
এ‘দুধুখাঙ’,‘আবজ সাপ’‘ঘিলেফুল’সহ ৫টি বইয়ের মোড়ক উন্মোচন।

নূতন ধন চাকমা,পানছড়ি।
‘পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফেরাম’ সম্মেলন-২০১৯ইং এ‘দুধুখাঙ’,‘আবজ সাপ’ ‘ঘিলেফুল’সহ ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার(০৬.১২.১৯ইং) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সম্মেলনে এসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


শিক্ষক ও কবি শিশির চাকমার সভাপতিত্বে ও আনন্দ জ্যোতি চাকমা, মুকুল কান্দি চাকমা ও নুকু চাকমার সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কবি হাসান হাফিজ।
 
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মংসানু চৌধুরী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রভাংশু ত্রিপুরা, ক্যাসামং মারমা, চারুশিল্পী রকি হক। 

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।




এছাড়াও বক্তব্য রাখেন- শিক্ষক ও কবি ভদ্র সেন চাকমা, প্রবন্ধকার, কবি ও গবেষক মথুরা ত্রিপুরা, শিক্ষ ও কবি আর্যমিত্র চাকমা, শিক্ষক ও কবি বিপম চাকমা,  শিক্ষক ও কবি সবিতা চাকমা, শিক্ষিকা স্মরনিকা চাকমা প্রমূখ।

বক্তারা বলেন- এক জাতিগোষ্ঠীর সংস্কৃতি অন্য জাতিগোষ্ঠী থেকে লিখে দিলে তথ্যগত ভুল হয়। এতে নৃ-গোষ্ঠীদের সঠিক সংস্কৃতি ফুটে ওঠে না। 
পার্বত্য চট্টগ্রাম বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে সাহিত্য চর্চা ও লেখনীর মাধ্যমে নিজ নিজ জাতি সত্তার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলো ধরার আহবান জানান।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে শিক্ষক, কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমাকে সভাপতি, শিক্ষক, কবি আনন্দ জ্যোতি চাকমা সাধারন সম্পাদক করে নতুন কমিটি করা হয় এবং সন্ধ্যায় কবিতা পাঠের আসর বসানো হয়।

উন্মোচনকৃত বইগুলো হল-‘পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের স্মাারকগ্রন্থ, শিক্ষক, কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমার ‘দুধুখাঙ’,
‘চাকমা জাতির আত্ম পরিচয় এবং পার্বত্য চট্টগ্রামের নানা প্রসঙ্গ’ নিয়ে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমার গ্রন্থ, শিক্ষক, কবি বিপম চাকমার গ্রন্থ ‘আবজ সাপ’, চাকমা জাতির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে সংবাদকর্মী নূতন ধন চাকমার কাব্যগ্রন্থ ‘ঘিলেফুল’, রাঙামাটি বনযোগী ছড়া সমিতির গ্রন্থ রদংকাবা।













সম্মেলনে তিন পার্বত্য জেলার চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখুয়া, লুসাই, বম, তঞ্চঙ্গ্যা, খুমি, চাক, খিয়াং জনগোষ্ঠীর লেখকরা অংশ নেন।
৭.১২.১৯ইং

Monday, December 2, 2019

"এয বেগে এক রেগাদ" 
  নূতন ধর চাকমা

তের জাত, তের ভেই, 
বেক্কুনে আমি সদর ভেই।
 হিঙসে-হিজুস ন্ গুরিনেয়, 
এজ বেগে এক রেগান্দি অাদি যেয়। 

এক রেগান্দি অাদি পারলে, 
পুরোনি দিন ফিরিবো। 
পুরোনি দিন ফিরি ফেলে, 
সুখ-শান্তি বাড়িবো। 

 দেজ-গাঙ বাজেবার, 
এক রেগান্দি অাদি যেয়। 
পুরোনি দিন ফিরি ফেবার,
 বেক্কুনে মিলি যোগা চেই। 

 দেজ-গাঙ বাজা পুরিবো, 
বেক্কুনে মিলিনেয়। 
এক রেঙে উজেয় যেয় পারিবোঙ, 
সমার বদিনেয়। 
বল বাড়িবো বেক্কুনোর,
 সাহজ বাড়িবো বুগোদ। 

গুরো-বুড়ো হারচ্ছে-গাবুজ্জ্যা্, 
পোলেয় ন্ থেবাক সক্ক্যা্ হন্ গাজ ঝুবোদ। 
গুরো ভেই, বড় ভেই মিলিবোঙ, 
সঙ-সমারে উজেবঙ। 

মনদ বল বাড়িনেয়, 
দেজ-গাঙ উদ্দোর গুরিবোঙ। 
এক রেগান্দি আদি পারিলে, 
অরুনাচল, তিবিরে রেজ্জ্যো আ
 দেজে-বিদেজে যেক্কানি ভেই আগন,
বেগে বল দিবাক। 
দেজ-গাঙ উদ্দোর গুরিবার, 
তারাও এক যোগ দি' চেবাক। 

সক্কে আমার,
আরো বেজ মন্ বল বাড়িবো। 
বেগে মিলি উজেয় যাদে, 
হিয়েদ সুনযুগ ফুরিদো। 

সঙ সমারে উজেয়নেয়,
 রেঙো চাগ দিবোঙ সমারে। 
য়ে্ঙ-বেঙ ন্ অলে, 
বেক্কুনে দোরেবাক আমারে। 

পিচ্ছেন্দি আমি ন্ থেবঙ, 
সঙ-সমারে উজেবঙ। 
বেক্কুনে মিলি আমি এবার, 
দেজ-গাঙ উদ্দোর গুরিবোঙ। 

 দেজ-গাঙ উদ্দোর গুরিবার, 
এজ বেগে এক রেগান্দি আদি যেয়। 
আমি অহ্'লদ হিল চাদি গাঙঅদ, 
তের জাত, তের ভেই,
বেক্কুনে আমি সদর ভেই।


।পুর-৩০.১১.২০১৯ইং।
পানছড়িতে পার্বত্য চুক্তির ২২ বছর পুর্তি উদযাপিত

নূতন ধন চাকমা, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে  পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উদ্যাপিত হয়েছে।
সোমবার(০২.১১.১৯ইং) সকালে উপজেলা পরিষদ মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি ৩ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে আলোচনা সভায় মিলিত হয়।



সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সাবজোন অধিনায়ক মেজর সোহেল আলম, উপজেলা আ.লীগের সভাপতি আঃ মোমিন, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সঞ্জিব ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

উপজেলার উল্টাছড়ি-লতিবান মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উল্টাছড়ি-লতিবান এলাকাবাসী নালকাটা হতে মিছিল নিয়ে কুড়াদিয়াছড়া বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।


এতে উল্টাছড়ি লতিবান ইউপি মেম্বার আ¤্রা মার্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লতিবান ইউনিয়ন চেয়ারম্যান কিরণ লাল ত্রিপুরা, কার্বারী এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, কার্বারী রিম্রাচাই মারমা, মহিলা মেম্বার সুজাতা চাকমা প্রমুখ।
 

উপজেলার লোগাং-পুজগাং এলাকাবাসীর উদ্যোগে পুজগাং বাজার হতে মিছিল সহকারে এসে পুজগাঙ স্কুল মাঠ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। চেংগী ইউপি চেয়াররম্যান কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও ইউপি সদস্য তন্তুু চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী নগেন্দ্র চাকমা ও চেঙ্গী ইউপি সদস্য সুশীলা চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তি চাই, সংঘাত চাই না। আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। যারা পার্বত্য চট্টগ্রামে সংঘাত জিইয়ে রেখে কায়েমী স্বার্থ হাসিল করতে চায় আমরা তাদের নিন্দা জানাই।
বিকাল সাড়ে ৩টার উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

তাং ০২.১১.১৯ইং।

Saturday, November 30, 2019

"পরানি"
নূতন ধন চাকমা,
(গান গেই চাঙ হাক্কন)
ও মোর পরানি,
ও মর ধনপুদি,
হুদু গেল্যা্ তু্ই।
রেদ-দিন তোগাদে তরে,
অরান ওলুঙ মুই।
(২) বার।

চম্পক নগর গুরি এলুঙ,
চাঙমা রাজধানী।
তরে ধ্ মুই সুগ ন্ পেলুঙ,
গরিম ইক্কে হি?
চম্পক নগর ছাড়ি বেলে,
নেক্কো লুয়োচ্ছোই।
মন্ তিরোজ পুরেবার তুই,
ফেলেয় যিয়োচ্ছোই।
ও মোর পরানি,
ও মর ধনপুদি,
হুদু গেল্যা্ তু্ই।
রেদ-দিন তোগাদে তরে,
অরান ওলুঙ মুই।
(২) বার।
অাজায় অাজায় যিয়োজ তুই,
মরে ছাড়িনেয়।
মন্ অাজা পুরেয় ন্ পারলে,
সে নেক্কোরে তুই লোনেয়।
হদা-বার্তায় ন্ মিলে তোমার,
নিত্ত্যো দুগোদ তা্জ।
ইক্কে বেলে দুগোদ তাজ তুই,
সুদিন বার্ মাস।
ও মোর পরানি,
ও মর ধনপুদি,
হুদু গেল্যা্ তু্ই।
রেদ-দিন তোগাদে তরে,
অরান ওলুঙ মুই।
(২) বার।
ম্ মনানও দুগোদ তাই,
ত্ হদানি শুনিলে।
চুরি গুরিনেয় ফেলেয় যেনেয়,
সিয়েন হি তুই গুরিলে?
সুগোর অাজায় দুগ তোগেলে,
হুজি ধুরিনেয়।
হানি হানি তেলেও তুই।
গরিবার ম্'রও হিচ্ছু নেই।
ও মোর পরানি,
ও মর ধনপুদি,
হুদু গেলা তু্ই।
রেদ-দিন তোগাদে তরে,
অরান ওলুঙ মুই।
(২) বার।

পুর-১৪.১১.২০১৯ইং।