Saturday, April 4, 2020

হতদরিদ্রদের চাউল সহায়তা করলেন
পানছড়ির সাংবাদকর্মী মোহাম্মদ শাহজাহান কবির সাজু

 
নূতন ধন চাকমা, পানছড়ি
 
খাগড়াছড়ির পানছড়িতে হতদরিদ্রদের পাশে চাউল সহায়তা দিলেন পানছড়ির সংবাদকর্মী শাহজাহান কবির সাজু। ৪ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার খেটে খাওয়া দশটি পরিবারের হাতে নিজ অর্থায়নে পাঁচ কেজি: করে চাউল তুলে দেন।
সে দৈনিক কালের কন্ঠ, দৈনিক পূর্বকোন ও অন লাইন পার্বত্য নিউজের পানছড়ি উপজেলা প্রতিনিধি।


শাহজাহান কবির সাজু জানান, অসহায় হতদরিদ্রদের এ সহায়তা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। টানা লকডাউনে তাদের দু’বেলা খাবা জুটছেনা মনে করে তাদেরকে এ সহায়তা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে যাচ্ছেন-যে যার অবস্থান থেকে হতদরিদ্রদের পাশে দাড়ানোর। প্রধানমন্ত্রীর সেই কথাটিকে সম্মান জানিয়ে নিজের সাধ্যমত সহায়তা নিয়ে আমার এগিয়ে আসা। এর আগেও উপজেলার আমি বিভিন্ন এলাকায় বিøসিং পাউডার বিতরণ করেছি।
তাং- ০৪.০৪.২০২০ইং।



Tuesday, March 31, 2020


    পানছড়িতে ত্রাণ বিতরণ করলেন এমপি বাসন্তী চাকমা

নূতন ধন চাকমা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গরীব, দুস্থ ও মেহনতি মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন তিন পার্বত্য জেলার সংসদীয় আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা। 
৩১মার্চ মঙ্গলবার বিকেল ৩টা থেকে উপজেলার কলাবাগান ও পানছড়ি বাজার এলাকার প্রায় ৬০টি পরিবারের মাঝে তিনি ত্রাণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল মোমিন প্রমুখ।

জানা যায়-করোনা ভাইরাস সংক্রামনের কারণে যান চলাচল সীমিত এবং দোকান পাট বন্ধ হওয়ার প্রেক্ষিতে গরীব, দুস্থ ও মেহনতি মানুষের জীবিকা নিশ্চিত করণের লক্ষে এসব ত্রান বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত সামগ্রীর মাঝে ছিল ছিল ১০ কেজি: চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবন ও ১টি করে ডেটল সাবান ছিল।
করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার গরীব, দুস্থ ও মেহনতি মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে দীর্ঘাজীবি হয় সেজন্য সবাইকে দোয়া করতে সবাই অনুরোধ করেন।
৩১.০৩.২০২০ইং।

#Ful Bijur Mail Traditional#Biju Ful#Traditional Song#



কবিতা

Wednesday, March 18, 2020

COVID-19, #EbolaVsCorona, #Ebola, #CoronaVirus #



কবিতা

Nutan Dhan Chakma: পানছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সভানূতন ধন চাকমা,...

Nutan Dhan Chakma: পানছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সভা
নূতন ধন চাকমা,...
: পানছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সভা নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।   খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ, প্রতিকার ও করনীয় নি...

কবিতা
পানছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সভা
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
 
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ, প্রতিকার ও করনীয় নির্ধারনে মাল্টিসেক্টরাল কমিটির এক আলোচনা সভা হয়েছে। পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ(১৮.৩.২০২০ইং)দুপুর ১২টায় এ সভা হয়।


সভায় পানছড়ি উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডা. অনুতোষ চাকমা করোনা ভাইরাস সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরেন এবং আক্রান্ত ব্যাক্তিদের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন। করোনা ভাইরাসের সন্দেহ হলে অতি দ্রæত আইইডিসিআর এ হটলাইন নম্বরে ০১৫০০৬৪৯০১-৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪-৬,০১৪০১১৮৪৫৫৯,  ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩,০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪,০১৯২৭-৭১১৭৮৫ইত্যাদি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।