নূতন ধন চাকমা, পানছড়ি।
পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ(২৪.১২.১৯ইং) বিকাল ২টায় উপজেলার কানুংগোপাড়া সাঁওতাল পাড়ার মন্দির প্রাঙ্গনে ৩৮জন সাঁওতাল পারিবারের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বিনয় বিকাশ তালুকদার, পানছড়ি প্রেস ক্লাবে সাবেক সভাপতি নূতন ধন চাকমা, পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের সহ-সাধারন সম্পাদ জিনা মনি চাকমা, যুগ্ম সম্পাদক আরসন চাকমা, কার্য নির্বাহী সদস্য নাগরী চাকমা, মনতোষ চাকমা, সূর্ষ্য আলো চাকমা প্রমূখ।
তাং ২৪.১২.১৯