পানছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সভানূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ, প্রতিকার ও করনীয় নির্ধারনে মাল্টিসেক্টরাল কমিটির এক আলোচনা সভা হয়েছে। পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ(১৮.৩.২০২০ইং)দুপুর ১২টায় এ সভা হয়।
সভায় পানছড়ি উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডা. অনুতোষ চাকমা করোনা ভাইরাস সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরেন এবং আক্রান্ত ব্যাক্তিদের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন। করোনা ভাইরাসের সন্দেহ হলে অতি দ্রæত আইইডিসিআর এ হটলাইন নম্বরে ০১৫০০৬৪৯০১-৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪-৬,০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩,০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪,০১৯২৭-৭১১৭৮৫ইত্যাদি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।
পানছড়িতে পুষ্টি কমিটির বার্ষিক পরিকল্পনা২০২০-২০২১ইং প্রনয়ন কর্মশালানূতন ধন চাকমা, পানছড়ি।খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুষ্টি কমিটির বার্ষিক পরিকল্পনা২০২০-২০২১ইং প্রনয়ন কর্মশালা অনুষ্টিত হয়েছে। পানছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন(লিন) প্রকল্পের সহযোগিতায় পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ(১৮.৩.২০২০ইং)দুপুর ১০টায় এ কর্মশালা হয়।
কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়নের সম্ভাব্য পুষ্টি কমিটির বার্ষিক পরিকল্পনার উপস্থাপন করেন ‘লিন’ প্রকল্পের পানছড়ি উপজেলা সমন্বয়ক ডরোথী চাকমা।
পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার, লিন প্রকল্পের উপজেলার ফেসিলিটেটর হ্যাপি দেওয়ান, স্বর্ণা চাকমাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাং-১৮.৩.২০২০ইং।
সেলাই মেশিন পেলেন প্রতিবন্ধী চৈতালি চাকমা।
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
সেলাই মেশিন পেলেন প্রতিবন্ধী চৈতালি চাকমা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর সম্মানিত সদস্য শতরূপা চাকমা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিভা ত্রিপুরা আজ(০৬.০৩.২০২০ইং)দুপুর ১২টায় প্রতিভা ত্রিপুরা বাসভবনের সামনে এ সেলাই মেশিনটি প্রতিবন্ধী চৈতালি চাকমা হাতে তুলে দেন। সেলাই মেশিন রক্ষণাবেক্ষনের জন্য নগদ পাঁচ হাজার টাকাও তুলে দেন শতরূপা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল এর খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, দীঘিনালা উপজেলার মৎস্য কর্মকর্তা অর্পনা চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেত্রী সুনীল দেবী চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূতন ধন চাকমা ও পানছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি।
পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের মির্জিটিলা মধুমঙ্গল পাড়ার মৃত-সুখ রঞ্জন চাকমা ও মৃত-ইন্দ্রমুখী চাকমা মেয়ে চৈতালী চাকমা। জন্ম থেকেই তিনি প্রতিবন্ধী। তাঁর বাম পায়ের হাটু থেকে নিচের অংশ একেবারে চিকন আর বাঁকানো। তাই সে ছোটকাল থেকে লাঠি ভর দিয়ে চলাচল করে। লাঠির ওপর ভর করেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ধী পেরিয়ে এখন ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
সে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪-১৫ সালে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পাশ করেন। বর্তমানে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রী।
পড়ালেখার পাশাপাশি উপজেলা মহিলা অধিদপ্তরের আওতাধীন সেলাই প্রশিক্ষন কোর্স প্রশিক্ষন করতেছেন।
চৈতালী চাকমা বলেন- ২০১৪ইং সালে মা ও ২০১৬ইং সালে বাবা স্বর্গীয় হওয়ার পর থেকে বাবার রেখে যাওয়া ঘরে একমাত্র বড় ভাই অমর কান্তি চাকমার সাথেই আমার বসবাস। ঘর ভিটা ছাড়া বাবার আর কোনো জায়গা-জমি না থাকায় পরের জমি বর্গা চাষ আর দিন মজুরী করেই চলছে ভাইয়ের সংসার।
তাই বড় ভাইয়ের একান্ত আগ্রহে, তিন মাস পর পর প্রতিবন্ধী ভাতা বাবদ ২২৫০ টাকা আর পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা কলেজের ফি-সহ সব ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছেন বলে লেখাপড়া চালিয়ে নিতে পারতেছি।
তিনি সেলাই মেশিন দেওয়া মানবতাবাদী দুই মহিলাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন- এর ফলে লেখা-পড়ার পাশাপাশি সেলাই মেশিন কাজ করে আয় করতে পারবো আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাবো।
শতরুপা চাকমা ও শিক্ষিকা প্রতিভা ত্রিপুরা বলেন- শৈশব থেকেই শারীরিক অসঙ্গতি নিয়ে বেড়ে উঠা পিতা-মাতাহীন, দরিদ্র পরিবারের এই মেয়েটি সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। তাঁর চাওয়া সামান্য একটি সেলাই মেশিন। তাঁকে সেলাই মেশিনটি দিতে পেরে আমরাও খুশি। প্রত্যন্ত অঞ্চলের এ ধরনের দরিদ্র ও অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলে সহযোগিতার আহবান জানান।
তাং-০৬.০৩.২০২০ইং
পানছড়িতে
বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিতনূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)\
বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা করার লক্ষে খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬.২.২০২০ইং) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে সকাল ১০টায় এ দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তোহিদুল ইসলাম, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত), উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীগন।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম সেমিনারে আলোচনা করেন।
তাং- ১৬.০২.২০২০ইং।
পার্বত্য অঞ্চলে প্রথম বেইন বুনন(কোমর তাঁত) প্রশিক্ষন উপলক্ষে কর্মশালা
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য অঞ্চলে এই প্রথম বেইন বুনন (কোমর তাঁত) প্রশিক্ষন কর্মশালা করা হয়েছে।
ওমান প্রবাসী জিতু মৎসুদ্দী’র অর্থায়নে ও নির্মল চাকমা, পরেশ চাকমা, উৎপল চাকমার সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ঝাগুরনালা গ্রামের ‘ভাইবোন মৈত্রী কৃষি সমবায় সমিতি লিমিটেড(নিবন্ধন ৫৮৬/খাগড়া)উদ্যোগে বেইন বুনন (কোমর তাঁত) প্রশিক্ষন কর্মশালাটি হয়।প্রশিক্ষণ কর্মশালাটি শুভ উদ্বোধন করেন হিল কালচার অর্গানাইজেশনের সাধারন সম্পাদক তাপস ত্রিপুরা। ‘ভাইবোন মৈত্রী কৃষি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান খোকন বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশ (সিসিসিবি)কেন্দ্রিয় সহ-সভাপতি পরেশ চাকমা, সাধারন সম্পাদ উৎপল চাকমা, নির্মল চাকমা(কারেজ) কিকো চাকমা প্রমূখ।প্রশিক্ষণ কর্মশালায় ৫জন প্রশিক্ষককে সন্মানী ভাতাসহ ২৫জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং ও প্রায় শতাধিক শিশু ও নারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে।
তাং 07.02.2020ইং।
পানছড়িতে
মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসনূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়িতে মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আজ(১০.০২.২০২০ইং) দিন ব্যাপী এসব নিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করেন।
সকালে উপজেলার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক সুপারভাইজার ও শিক্ষকদের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন, দুপুওে লোগাং ইউনিয়নে মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া পরিদর্শন ও বিকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিরাপদ পানি ব্যবস্থাপনা ও সরবরাহ পরিদর্শন করেন। এ সময় পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাং-১০.০২.২০২০ইং।
পানছড়িতে
মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষন উদ্বোধন নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক সুপারভাইজার ও শিক্ষকদের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ(১০.২.২০২০ইং) সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন করেন।
মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সমন্বয়কারী আলোক প্রদীপ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জুলফিকার আমিন, আনন্দ খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা প্রমূখ।
উপজেলার ৬০টি কেন্দ্রের ১২০ জন শিক্ষক ও সুপারভাইজার বুনিয়াদি প্রশিক্ষন কোর্সে অংশ গ্রহণ করেন ।
তাং-১০.০২.২০২০ইং।
পানছড়িতে ৪শ কম্বল বিতরণ করলে
এমপি বাসন্তি চাকমা
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৪শ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলে তিন পার্বত্য জেলার মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা। আজ(১৭.১.২০২০ইং) সকাল ১০টায় পানছড়ি উপজেলা হলরুমে তিনি এ সব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, এমপি’র একান্ত সহকারী মার্শাল চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোমিন প্রমূখ।
পানছড়িতে অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়িতে অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজ(২৯.১২.১৯ইং)শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলার গণপাঠাগার মাঠে দুপুর ১২টায় উপজেলার ৫১টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল ও অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের কর্ণধার পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূতন ধন চাকমা।
অল নাইস শিক্ষা ফাউন্ডেশন হলো পানছড়ি উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাইমারী শিক্ষকদের গড়ে তোলা একটি অরাজনৈতিক সংগঠন।
অল নাইস শিক্ষা ফাউন্ডেশনের কর্ণধার ত্রিরতন চাকমা বলেন-পানছড়ি উপজেলার অসহায়, দরিদ্র ও দুঃস্থ শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষে এ সংস্থা করা হয়েছে। অল নাইস সদস্যদের উত্তোলনকৃত টাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তাং ২৯.১২.১৯ইং।
পানছড়ির পূজগাং অরণ্য কুটিরে
শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণনূতন ধন চাকমা, পানছগি(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়ির পূজগাং অরণ্য কুঠিরে শীবলী ভান্তে পূজা ও মহাস্থবির বরণ অনুষ্ঠান আজ(২৭২৭.১২.১৯ইং) দিনব্যাপী অনুষ্টিত হয়েছে। এ লক্ষে পঞ্চশীল গ্রহণ ও জয় জয় বুদ্ধ পতাকা গানের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।
পানছড়ি মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে, জুনেল চাকমা ও অর্নেসা চাকমার সঞ্চালনায় স্ব-ধর্ম ধেশনা দেন রাঙামাটি রাজ বনবিহার থেকে আগত সুধর্মানন্দ মহাস্থবির ও খাগড়াছড়ির ইটছড়ি মৈত্রীপুর বনবিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, খাগড়াছড়ি তেতুলতলা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিদর্শন আচার্ষ্য তেজবংশ মহাস্থবির, রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির ও পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির।
এলাকাবাসীর পক্ষ থেকে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও পূজগাং দেবেন্দ্র পাড়ার বাসিন্দা ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিহারী লাল চাকমা প্রমূখ।
মহাস্থবির বরণকৃত বৌদ্ধ ভিক্ষুরা হলেন- রাঙামাটির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির , পূজগাং অরণ্য কুটিরের অধ্যক্ষ অনুমোদর্শী মহাস্থবির, পানছড়ি শ্রীকুন্তিমাছড়া অরণ্য কুটিরের অধ্যক্ষ আর্ষ্যশ্রী মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহার থেকে আগত কল্যান মিত্র মহাস্থবির ও আর্য্য জ্যোতি মহাস্থবির।
অনুষ্ঠানে স্ব-ধর্ম গান পরিবেশনা করেন পার্কি চাকমা ও পনি চাকমা।
তাং২৭.১২.১৯ইং।
মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে -বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান।নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। পাহাড়ে সহবস্থানে বসবাস করে উন্নয়ন করতে হবে।এতে মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন্ বাস্তবায়ন হবে। এজন্য জন্য সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার(২৪.১২.১৯ইং) সকালে পানছড়ি উপজেলার পরিষদ মিলনায়তনে বিভাগীয় চট্ট্রগামের কমিশনার মোঃ আব্দুল মান্নান এসব কথা বলেন।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে তিনি আরো বলেন- আমরা সবাই মানুষ। কে চাকমা, কে ত্রিপুরা, কে মারমা, কে বাঙালী ভেদাভেদ চিন্তা না করে সবাইকে মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আসতে হবে। কর্মবোধ ও নিজ নিজ দায়িত্ববোধের মাধ্যমে মানুষের কাছে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে।প্রতিদিন কমপক্ষে একজনকে উপকার করেন। এমন মনোভাব নিয়ে এগিয়ে আসেন । দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নে নিজেকে সামিল করারও আহবান জানান তিনি। এছাড়াও তিনি পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য মান উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ায় আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, শিক্ষক ও হেডম্যান শান্তি জীবন চাকমা প্রমূখ।
মতবিনিময় সভায় মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্ত গন, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, কালা চাঁদ চাকমা, কিরন ত্রিপুরা, হেডম্যান- কার্বারীগন, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
তাং-২৪.১২.১৯ই।
পানছড়িতে ১১৭জনকে চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণনূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে আজ(১৭.১২.১৯ইং) সকাল১০টায় ১২৭ জনকে এ সার্টিফিকেট বিতরণ করেন।
চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় অধ্যক্ষ কিরণ চাকমার সভাপতিত্বে ও পিংকি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাচাঁদ চাকমা,
চাঙমা সাহিত্য বাহ্ উপদেষ্টা সবিতা চাকমা ও সুজন চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর সভাপতি ইনজেব চাঙমা, শিক্ষক, সংবাদিক ও কবি নূতন ধন চাঙমা, পূজগাঙ মূখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর তথ্য আ গবেষক ও চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক স্মরণিকা চাকমা, চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক ইতি চাকমা, রুপসী চাকমা রুপা, পরেশ চাকমা, লব্দ চাকমা প্রমূখ।
তাং-১৭.১২.১৯ ইং।