Monday, May 31, 2021

পানছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা চেষ্টা।

এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

নূতন ধন চাকমা, পানছড়ি\
খাগড়াছড়ির পানছড়িতে শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নির্মমভাবে হত্যার চেষ্টা করেছে র্দুবৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাত ১২.৩০টায় পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারে এ ঘটনা ঘটে। তিনি পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারের অধ্যক্ষ।এ ব্যাপারে উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ প্রতিবাদে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি  পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ াবদ্যালয় থেকে শুরু হয়ে পূজগাং বাজার, পানছড়ির কানুঙগো পাড়া ঘুরে এসে পানছড়িÑলোগাং বাজার সড়কে লাল্ল্যে আদাম বটগাছের নিচে এক সমাবেশ করে। প্রজ্ঞা সাধনাপুর বনবিহার উন্নয়ন কমিটির সভাপতি মতিলাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, মহিলা মেম্বার সুশিলা চাকমা, সমাজ সেবক বিপুল চাকমা পমূখ। বক্তারা দোষীদের দ্রæত গেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে পানছড়ি থানার ওসি মো: দুলাল হোসেন বলেন ঘটনা শোনার সাথে সাথে আমি ভান্তেকে পানছড়ি হাসপাতালে দেখতে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে না নেওয়া পর্যন্ত আমি সেখানে ছিলাম।
এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেবো এবং দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা করবো।



Monday, February 1, 2021

                      পানছড়িতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
                        ৪-০ গোলে বিজয়ী কাউখালী একাদশ

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)\
খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি উপজেলা ও রাঙামাটির কাউখালী উপজেলার প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ৪-০ গোলে বিজয়ী হয়েছে কাউখালী প্রমিলা ফুটবল একাদশ। গত মঙ্গলবার(০১.০১.২০২১ইং) বিকাল ৩টায় পানছড়ি উপজেলার ঐতিহাসিক দুধূকছড়ার বাউর পাড়ার অনুপম-হিমাংশু ক্রীড়াঙ্গনে এ প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়। খেলায় রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন খুশি চাকমা, নুন মারমা, আকাশি চাকমা। ৪র্থ রেফারি ছিলেন এলিপ্রæ মারমা।


খেলা উপভোগ করেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারমান লোকমান হোসেন, পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, অনুপম-হিমাংশু ক্রীড়াঙ্গনের ভূমি দাতা হিমাংশু চাকমা, কাউখালী প্রমিলা ফুটবল একাডেমির উপদেষ্টা আমুইঅং মারমা, সাধারনণ সম্পাদক চাইথোয়াই মারমা, অর্থ সম্পাদক অংসাপ্রæ মারমা, পানছড়ি উপজেলা ফুটবল একাডেমির প্রতিষ্টাতা সাংবাদিক শাহজাহান কবির সাজু, পানছড়ি ফুটবল একাডেমির কোচার কেপ্রæচাই মারমা প্রমূখ।
এছাড়াও খেলার হাজার হাজার দর্শক উপভোগ করেন।


Thursday, January 14, 2021

   পানছড়িতে চাঙমা লেঘা কোর্সের সার্টিফিকেট বিতরণ

নূতন ধন চাকমা, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে চাঙমা লেঘা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। চাঙমা সাহিত্য বাহ্ সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার(১৪.১.২০২১ইং) সকাল সাড়ে ১১টায় উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে হল রুমে পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা এ সব সার্টিফিকেট বিতরণ করেন।


এ সময় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  চন্দ্র দেব চাকমা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  তৌহিদুল  ইসলাম, চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কিরণ চাকমা,  চাঙমা সাহিত্য বাহ্ কর্ণধার ইনজেব চাকমা, সমাজ সেবক চঞ্চল কান্তি চাকমা, আনন্দ মোহন চাকমা, লালন কান্তি চাকমা প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  দুর্নীতি প্রতিরোধ  কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা,  ইউপি চেয়ারম্যান  বিজয় চাকমা, কিরন ত্রিপুরা, কালা চাঁদ চাকমা, শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদারসহ  স্থানীয় গন্যমান্য  ব্যক্তিবর্গ।

তাং-১৪.১.২০২১ইং।



Saturday, January 2, 2021


পানছড়িতে চেঙেখলা সাহিত্য সংস্কৃতি সংগঠন উদ্বোধন
নূতন ধন চাকমা, পানছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙেখলা নামে গণ সাহিত্য, সংস্কৃতির সংগঠন উদ্বোধন করা হয়েছে। গতকাল(৯০২.১২.২০২১ইং) বিকাল ৩টা সময় চেঙ্গী ইউনিয়নের বনশ্রী শিশু নিকেতন এ হলরুমে পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারমান চন্দ্র দেব চাকমা শুভ উদ্বোধন করেন।
চেঙে দুয়ারের বিশিষ্ট কবি, লেখক, গীতিকার, সুরকার চিম্ময় চাকমা সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পূজগাং সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক স্মরনিকা চাকমা, পূজগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, প্রাইমারী স্কুলে শিক্ষক বিশিষ্ট গীতিকার ও সুরকার কর্মেন প্রিয় চাকমা, চেংগী ইউনিয়নের সাবেক ভারপাপ্ত চেয়ারম্যান নব কুমার চাকমা, চাঙমা ভাষা গবেষক ও সমাজ সেবক সুমঙ্গল চাকমা প্রমূখ।


এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি ও আবৃতিকার হেমা চাকমা, কবি পিংকু চাকমা,কবি অমর বিকাশ চাকমাসহ অনেক কবি ও লেখক।

নূতন ধন চাকমা,
০২.১২.২০২১ইং।



Saturday, April 4, 2020

হতদরিদ্রদের চাউল সহায়তা করলেন
পানছড়ির সাংবাদকর্মী মোহাম্মদ শাহজাহান কবির সাজু

 
নূতন ধন চাকমা, পানছড়ি
 
খাগড়াছড়ির পানছড়িতে হতদরিদ্রদের পাশে চাউল সহায়তা দিলেন পানছড়ির সংবাদকর্মী শাহজাহান কবির সাজু। ৪ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার খেটে খাওয়া দশটি পরিবারের হাতে নিজ অর্থায়নে পাঁচ কেজি: করে চাউল তুলে দেন।
সে দৈনিক কালের কন্ঠ, দৈনিক পূর্বকোন ও অন লাইন পার্বত্য নিউজের পানছড়ি উপজেলা প্রতিনিধি।


শাহজাহান কবির সাজু জানান, অসহায় হতদরিদ্রদের এ সহায়তা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। টানা লকডাউনে তাদের দু’বেলা খাবা জুটছেনা মনে করে তাদেরকে এ সহায়তা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে যাচ্ছেন-যে যার অবস্থান থেকে হতদরিদ্রদের পাশে দাড়ানোর। প্রধানমন্ত্রীর সেই কথাটিকে সম্মান জানিয়ে নিজের সাধ্যমত সহায়তা নিয়ে আমার এগিয়ে আসা। এর আগেও উপজেলার আমি বিভিন্ন এলাকায় বিøসিং পাউডার বিতরণ করেছি।
তাং- ০৪.০৪.২০২০ইং।



Tuesday, March 31, 2020


    পানছড়িতে ত্রাণ বিতরণ করলেন এমপি বাসন্তী চাকমা

নূতন ধন চাকমা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গরীব, দুস্থ ও মেহনতি মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন তিন পার্বত্য জেলার সংসদীয় আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা। 
৩১মার্চ মঙ্গলবার বিকেল ৩টা থেকে উপজেলার কলাবাগান ও পানছড়ি বাজার এলাকার প্রায় ৬০টি পরিবারের মাঝে তিনি ত্রাণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল মোমিন প্রমুখ।

জানা যায়-করোনা ভাইরাস সংক্রামনের কারণে যান চলাচল সীমিত এবং দোকান পাট বন্ধ হওয়ার প্রেক্ষিতে গরীব, দুস্থ ও মেহনতি মানুষের জীবিকা নিশ্চিত করণের লক্ষে এসব ত্রান বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত সামগ্রীর মাঝে ছিল ছিল ১০ কেজি: চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবন ও ১টি করে ডেটল সাবান ছিল।
করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার গরীব, দুস্থ ও মেহনতি মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে দীর্ঘাজীবি হয় সেজন্য সবাইকে দোয়া করতে সবাই অনুরোধ করেন।
৩১.০৩.২০২০ইং।

#Ful Bijur Mail Traditional#Biju Ful#Traditional Song#



কবিতা