Saturday, November 30, 2019

"তিরোজ"
নূতন ধন চাকমা।
মন্ পারমি পুরেবায়,
তরে্ তোগাঙঅর।
য়ে্ল য়ে্ল তারুম বন্ ছেড়ে ছেড়ে,
নিবিলি শন পথ ফুরি ফুরি তোগেয়নেয়ও
গমে্ সুগ ন্ পাঙঅর।

এক্কা গুরি লাগত পেয়োঙ,
দজরা পত্তানদ।
সিত্তুন ধুরি দেগঙ তরে,
বানা সবনদ।
সবনে দেলে ঘুমে ন্ ধরে,
রেত্ত্যো যাগি তাঙ।
ত্ চিদেয় রোঁয়্ বাশ গুনদে মুই,
রেত্ত্যো পহ্'র গরাঙ।
ইরে, মানেক, সোনা-রুবো,
এ্যা্ জীঙকানিদ যা্ তুবেলুঙ।
বেক্কানি তরে্ গোজেম বিলিনেয়,
মন্ তিরোজ বাড়েলুঙ।
ওজোলেঙবলা মোনঘর তুল্ল্যোঙ,
মুজুঙ্যা্ন্দি ইজোর দিনেয়।
ত্ অাজায় তুল্লোঙ ঘরান,
তুই এভে বিলিনেয়।
রাঙা পিনোন হালা হাদি,
যুগোল গুরি রাগেয়োঙ।
নোয়্ 'বো' অদে পিনিবে বিলিনেয়,
ফুর ভারেঙোদ তুয়োঙ।
মন্ অাগোজে তোগাঙ তরে,
লগ্ সমারী অবাত্ত্যেয়।
পারমি পূরণ গরিনেয় এচ্ছোঙ,
তরে পেবাত্ত্যেয়।
ফোলেয় ফোলেয় ন্ থেজ অার তুই,
ভেদা দেগি ম্ ইদু।
মন্ অাজা পুরেয় দিম তরে,
পরানান গোজেয় দিম ত্ সিদু।

পুর-২৩.১১.২০১৯ইং।
"আজা পুরেম এবারে"
নূতন ধন চাকমা,
ফাগুন মাস্সো সোম্মে ধুরি
নোয়্ গুরি তিরোজ এক্কা বাড়েলুঙ।
সে অাজায় মুই এবার,
ঘিলেফুল তোগা লামিলুঙ।

নিবিলি শন্ পথ ফুরি ফুরি,
অঘুম তারুম গুরিলুঙ।
লেদা্ অয় সঙ তোগেয়নেয়ও,
তারুমোদ ঘিলে ফুল ন্ ফেলুঙ।
বেগ জেরে অাদাম হুরে এই,
ঘিলে ফুল সুক পেলুঙ।
মন্ তিরোজ পুরেয়নেয়
ফটু, ভিডিও তুলিলঙ।
মন্ তিরোজ বাড়িনেয়
লগ সমারী বানেবার
রাঙামাত্ত্যা্, হাগাড়াছুড়ি, বড়গাঙ,
চেঙে, মেয়নী ঘুরিলুঙ।
লেদা পাগে সঙ ঘুরিনেয়ও
লগ সমারী সুক ন্ ফেলুঙ।
ঘুত্ত্যা্ ঘুত্ত্যা্
চেঙে দজরদ পড়িনেয়,
হালা পিনোন-রাঙা হাদি অা অাঝলি দে্ এক্কো মেলা লাগ ফেলুঙ।
সে মেলা'বো লগে থাগদে্ থাগদে্
ঠির বয়োজদ পড়িনেয় বলে্ বলে্ ভিরেরুঙ।
লবার হ্'র তে্ এবার,
লহ্'ব বেলে হামাক্কাই।
ইরে মানেক, সোনা-রুবো ন্ তগাই,
গম মন বলা তে তগাই।
গম মন বলা হলেয়নেয়,
ভালক হিজু গরিলুঙ।
বেগ জেরে
হন্ মতে তারে ভিরেয় পারিলুঙ।
ঘিলেফুল তগানা
লাভ অহ্'ল।
মন্ অাজা মর পুরেল।
ফুর বারেঙ বুগিনেয় 'পুর' বজা যাদন,
মেলা 'পুর' বোজেবাক সমবারে।
মেলা হেবার এচ্ছোে তুমি,
মেলাদ বলাঙঅর তোমারে।

পুর-২৫.১১.২০১৯ইং।
"জনম দুক্খ্যা্"
 নূতন ধন চাকমা,
১৯৬০ সাল অাগে মুই,
হন্ হিত্ত্যা্ অভাব-অনতনদ ন্ এলুঙ।
কাপ্তে গধা্ পরে মুই ইস্তো-হুদুম অা
বেগ সয়-সম্বল অারেলুঙ।

কাপ্তে গধা অাগে মর,
ধান গোলাদ ধান এ্যা্লাক।
পো্র ঠিগে মাছ এ্যালাক।
সয়-সম্বল অভাব ন্ এ্যা্ল,
শত শত গরু এ্যালাক।
হন্ দুগ ন্ পাঙ মুই,
ঝাঁক ঠিগে মোজ এ্যা্লাক।
অাম বাগানদ অাম,
হাট্টল বাগানদ হাট্টল
বেগ এ্যা্ল মর।
অভাব-অনতনদ এক্কাও ন্ এ্যালুঙ,
দুখ- হস্ত ন্ পাঙ জনমভর।
বজরবো এ্যালে
হয়েক অাজার অাড়ি ধান পেদুঙ।
মোক-পো, ইস্তো-হুদুমে, গাবুরে-চাগরে
মন্ সুগে মুই থেদুঙ।
ইস্তো-হুদুম অভাব ন্ এ্যা্ল,
নিত্যো তালাশ গত্তাক্কি।
তালাশ গরা এ্যালে্ তারা,
সুগে-শান্দিয়ে র্'ধাক্কি।
তিন ধু্ন এ্যা্ল ভূই।
কাপ্তেই গধায় বেগ অারেয়,
ছত্র-ভঙ্গ ওলুঙ মুই।
চিগনত্তুন ধুলি দুঃখ ন্ পায়,
ভাত রাদত তে্য় ন্ পাঙ।
বেগ সয়-সম্বল অারেয় ইক্কে
ভাত রাদত থেয় পাঙ।
কাপ্তে গধায়,
বেগে সয়-সম্বল অারেলুঙ।
জনম দুক্খে মুই ওলুঙ।
ইস্তো-হুদুমুনও ছত্র-ভঙ্গ
ওই গেলঙ।
মন্ দুগে র'ই গেলঙ।
ম্ মামু দাগি ৩ ভেই-বোনে,
যিয়োন মিজোরাম।
অাজু দাগি অা জিদু দাগি,
বেক্কুনে যিয়োন বড় পরঙ।
মুই রোই গেলুঙ দেজ-গাঙদ,
পানিঅান চুবি দি।
সয়-সম্বল অারেনেয়,
বাজিলুঙ, জুম চাষ গুরি গুরি।
হেয় ন্ হেয় থেয় থেয়,
জুম চাষ গরিলুঙ।
হয়েক বজর পরেন্দি হন্ মতে
ঠক ধুরিলুঙ।
দেয়-পোলেয় যাদে যাদে,
সিনিও মুই অারেলুঙ।
ইক্কে মুই দুগ পাঙঅর,
ভাত রাদত থেয় পাঙঅর।
হন্ ইস্তো-হুদুম অার
তালাজ গুরি ন্ পারঙঅর।
দেশ হুলে মুই রলুঙ,
ইস্তো-হুদুম ছাড়া মুই ওলুঙ।
সয়-সম্বল অারেয়নেয়,
জনদ দুক্ক্যা্ মুই ওলুঙ।

পুর-২৮.১১.২০১৯ইং।
“আমা দেচ্ছান”
 নূতন ধন চাকমা,

হি দোল্ য়েল য়েল মুরো-মুরি,
আমা দেজ’ গাঙ।
চেরোফেলা ছড়া-ছড়ি, শির-ছাদারা, ঝরঝরি, চেঙে, মেয়নী, হাজলঙ,
আগে আরো বড়গাঙ।

মুরো-মুরি ছেড়ে ছেড়ে,
বৌয় জিয়েগোই ছড়ানি।
ছড়ানি পাড়ে পাড়ে তুল্ল্যা্য় আমি
আমা আদামানি।
ছড়া পাড়ে পাড়ে আদামানি ওনেয়,
দেগদে লাগে দোল।
বেড়া এচ্ছে মানুস্সুনে,
ওই যান বেগে ওলোঝোল।
মোন, মুরো হাজেয় হাজেয়,
আমি জুম গরি।
আমা দেচ্ছান বানেয়েয় আমি,
যেন স্বর্গপুরি।
আমা দেজ উত্তুরে
তিবিরে রেজ্জ্যো্গান।
দগিনে বার্মা দেজ, পজীমে বাংলা,
পুগেন্দি আগে মিজোরাম,
মধ্যে উয়ে স্বর্গপুরি সান,
আমা দেজ গাঙআন।
তের জাদ, তের কধা, তের ভেই,
বেক্কুন আমি সদর ভেই।
মিলিমিজি আগি আমি,
এক পেলা্ ভাত হেই।
তের ভেই, তের জাদ,
বেক্কুনে আমি কুদুম্বো।
বেক্কুনে আমি হোচ পা-পি,
থেবঙ আমি জনম্মো।
যিয়েন চেয় সিয়েন পেয়,
চেরোহিত্তে গাজবাশ।
রঙে-বেরঙে ফুল ফুদোন,
সুদিন বারমাস।
রেঙে-গীদে তেয় আমি,
সুগোর আজি ন্ ফুরোয়।
মোন, মুরো, ছড়া-ছড়ি,
শিল-ছাদারা আ ঝরঝরিনি দেলে,
বেগর চিত জুরোয়।
মোনে মোনে জুমো ঘরদ,
জুম গরেয়েউনে থান।
ঝাগে ঝাগ রেঙো চাগ দিনেয়,
উভগীদ গান।
আমা বেগর হোচপিয়ে
হিল চাদিগাঙ।
মিলেমিজি থেবঙ আমি,
থেবঙ আমি জনমান।

পুর-২৮.১১.২০১৯ইং।

"সবনর ধনপুদি"
 নূতন ধন চাকমা।

চাঙমা জাদর রীধি- সুদোমে,
রাঙা হাদি, হালা পিনোন
পিনোজ তুই হুব মন দ্বি।
তুই অলে ম্' অাগোজোর,
সবনর ধনপুদি।

হ্'রিনো ধ্ক চোক্কুন তর,
হোগিলো ধ্ক তর 'র'।
ত্ রবো শুনিলেও চিত জুরায়,
ওই যান যানে 'ভ'।
তুই,
রাঙা বিলি রাঙা নয়,
হালা বিলি নয়,
স্বর্গপুরী পুরি মেলা ধ্ক,
তুজিম পুরো দোল।
তরে দেলে
হারোচ্ছ্যা্, গাবুজ্জ্যা্, বুড়ো মরদে,
বেগে ওই যান ওলো-ঝোল।
রুবে-রঙে, অাজনে-মাদনে,
চরনে-গরনে তুজিম পুরো,
হন্ উনে নেয়।
ত' লগ সমারী অবার চান বেগে্,
জীঙকানির নিজেনী মন্ সুগে
গোঙয়েয় নিবাত্ত্যা্য়।
বুগোদ অাঝলি, হানদ ঝুঙগো,
ঠেঙঅ্দ ঠেঙ হারু যক্ক্যা্ পিনিবে।
হমর্'দ হা্দ দ্বি চেয় তেবার মনে হয়,
মনে হ্য় যেন হ্'ন পুরী মিলে।
ত্ লগে হদা্ হলেও
ম্ মনদ স্বর্গ সুখ পুদে।
হা্জার মন্ দুগ থেলেও যানে,
হ্'ন দুগ মনদ ন্ উদে।
তুই অলেদে স্বর্গর পুরী,
জুলি জুলি থাজ।
মন্ সুগে তাজ তুই,
হাররে্ বেলে, রাগ রাগ,
গজাঙ গজাঙ ন্ দেগাজ।
তুই ম্'র সবনর ধনপুদি,
তত্থ্যা্য় জনম মর।
হা্জার বজর ধুরি ত্ অাজায় মুই,
জীঙকানির নিজেনী গোঙয়েয় নিবার
তিরোজ গরঙঅর।
তরে ফেলে
এ জীঙকানিদ মুই,
মন্ সুগোদ থেম।
জনম জনম তরে মুই,
হোচ পেয় পেয় যেম।
রিজে-রিচ্ছে, হিঙসে-পিজুম,
জীবনদ মুই ন্ গুরিম।
জীঙকানির নিজেনী সুগে-শান্তিয়ে যেবার,
জনমভর ত্ হদায় মুই চলিম।
তুই অলে ম্'র
সবনর ধনপুদি।
পিলেঙ তুলো এত্তন তরে,
এবার অভে তুই ম্'র লগ সমারী।
নূতন ধন চাকমা।
পুর-৩০.১১.২০১৯ইং।
                         পানছড়িতে 
  ইপসা ‘শো’ প্রকল্পের সমাপ্তকরন সভা অনুষ্ঠিত
নূতন ধন চাকমা, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইপসা শো প্রকল্পের সমাপ্তকরণ সভা আজ শনিবার(৩০.১১.১৯ইং) সকাল ১১টায় ৩নং পানছড়ি সদর ইউনিয়র পরিষদ মাঠে অনুষ্টিত হয়েছে।


উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে ও শো প্রকল্পের পানছড়ি উপজেলা ব্যবস্থাপক সাংবাদিক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি হাসপাতালের সিভিল সার্জন মোঃ ইদ্রসি আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান, ইপসা’র পরিচালক মনজুর মোমেদ চৌধুরী।


এছাড়াও সভায় বক্তব্য রাখেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সনজীব ত্রিপুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, 
 
৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ১নং লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ইউপি সদস্য সুশিলা চাকমা প্রমূখ।

সভায় উপজেলার উপজেলার সাংবাদিক, হেডম্যান, কাবার্রী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য ও পিরবার পরিকল্পনার বিভাগের কর্মচারীসহ বিভিন্ন পেশার রোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইপসা’ র শো প্রকল্পেটি এপ্রিল ২০১৬ইং সাে থেকে পানছড়ির দুর্গম প্রত্যন্ত অঞ্চলে ৫টি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে কাজ শুরু করে। স্বাস্থ্যসেবার মান ব্যাপক বৃদ্ধি করে ডিসেম্বর ২০১৯ইং এ কার্যক্রম সমাপ্ত করে।
তাং ৩০.১১.১৯ইং।

Saturday, November 2, 2019

                             পানছড়ি’র
দেবগিরি বনবিহারে ৩-তম কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দেবগিরি বনবিহারে আজ(০২.১১.১৯ইং) ৩-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ  লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।


ফুরমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ইন্দ্র লাল চাকমা ও ইউপি সদস্যা সুশিলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের স্বÑধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন ফুরমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির,
  মুনিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, রাঙামাটির নানিয়াচর রত্মাঙকুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির,
রাঙামাটি রাজ বনহিারের থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির, খাগড়াছড়ির ইটছড়ি বন বিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, রাঙামাটি কুদুকছড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পন্থক মহাস্থবির, রাঙামাটি ক্ষান্তিপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আর্য্যবোধি মহাস্থবির, দেবগিরি বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদ্বীপ স্থবির প্রমূখ।
এছাড়াও  পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ শ্রমিৎ অগ্র জ্যোতি মহাস্থবির, পানছড়ির স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবির, শীলাসার বনবিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি স্থবির, রাঙামাটি ক্ষাতিপুর বনবিহার থেকে আগত শ্রীমৎ স্থির কীর্তি স্থবির, পানছড়ি রত্মগিরি অরন্য কুটিররের অধ্যক্ষ অজিৎ কীর্তি স্থবির, হারুবিল বন কুটরি থেকে আগত আর্য্যশ্রী স্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অনুমদর্শী স্থবিরসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষু চীবর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক অরিজিৎ চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে সকালে ও বিকালে স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন রুবেল চাকমা আর সকল প্রাণীর প্রতি হিতসুখ ও মঙ্গল কামনা করেন শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষিকা ইতি চাকমা।
নূতন ধন চাকমা, পানছড়ি।
তাং ০২.১১.১৯ইং।

Friday, November 1, 2019

                   পানছড়ি’র
প্রজ্ঞা সাধনা বনবিহারে ৪-তম কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রজ্ঞা সাধনা বনবিহারে আজ(০১.১১.১৯ইং) ৪-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। 
এ  লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান, লেট্রিন দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।


পানছড়ির মুনিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ইন্দ্র লাল চাকমা ও ইউপি সদস্যা সুশিলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের স্বÑধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন মুনিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ শ্রমিৎ অগ্র জ্যোতি মহাস্থবির, শীলাসার বনবিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি স্থবির, রতœাংকুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অজিৎ কীর্তি স্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অনুমদর্শী স্থবির প্রমূখ।

অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এম শ্রীমতি বাসন্তি চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক মতিলাল চাকমা, সমাজ সেবক অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা প্রমূখ।
কঠিন চীবর দানানুষ্ঠানে এমপি বাসন্তি চাকমা ১লক্ষ টাকা পূর্ণদান করেন এবং বিহার উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা- বিহারে সুপেয় পাণীয় জলের জন্য সু ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সকালে ও বিকালে স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন এশা চাকমা।
নূতন ধন চাকমা, পানছড়ি।

তাং ০১.১১.১৯ইং।

Tuesday, October 29, 2019


পানছড়িতে ইপসা শো প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইপসা শো প্রকল্পের আয়োজনে স্ট্রেদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিল্ড্রেন এর উপজেলা পর্যায়ে রিভিউ এন্ড প্ল্যানিং ওয়ার্কশপ আজ মঙ্গলবার(২৯.১০.১৯ইং)অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সনজিব ত্রিপুরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, স্বাগতিক বক্তব্য রাখেন ইপসা শো প্রকল্পের প্রকল্পের ব্যাবস্থাপক সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নতুন ধন চাকমা, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান কবির সাজু, সাংবাদিক মোঃ বাশার, চেংগী ইউপি সাবেক চেয়ারম্যান নব কুমার চাকমা, লোগাং ইউপি সদস্য জাপান চাকমা, সমাজ সেবক মিলন ত্রিপুরা প্রমুখ।

কর্মশালায় শো প্রকল্পের প্রতিবেদন তুলে ধরেন ইপসা কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, ইপসা শো প্রকল্পের উন্নয়ন কর্মী কিরণ চাকমা ও বিউটি চাকমা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাং ২৯.১০.১৮ইং।

Sunday, October 27, 2019

পানছড়ি’র
স্বানন্দ বৌদ্ধ বিহারে ১৭-তম কঠিন চীবর দান অনুষ্টিত
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার স্বানন্দ বৌদ্ধ বিহারে আজ(২৭.১০.১৯ইং) ১৭-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে।  এ  লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।


স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চশীল প্রার্থনা করেন স্থানী ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা ও মুকুল চাকমা ও  গৌতম বুদ্ধের স্বÑধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুভদ্র মহাস্থবির, পানছড়ির জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রমিৎ জিতানন্দ  থেরো, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দ্রপাল স্থবির, তালতলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুদর্শ থেরো,  পূজগাং মিলন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মলংকার ভিক্ষু, শ্রীমৎ শীল জ্যোতি ভিক্ষু প্রমূখ।

ও সমাজ সেবক মুকুল চাকমার সঞ্চালনায় স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবিরকে মহাস্থবির হিসেবে বরণ করেন নেন ও ক্রেস প্রদান করেন অরুন চাকমা, ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন যতীন্দ্র লাল চাকমা, স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক জীবন কৃঞ্চ চাকমা প্রমূখ।
শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন- হিতোষী চাকমা, স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন থৈয়ংগ চৌধুরী।

তাং ২৭.১০.১৯ইং।







 

Friday, October 25, 2019

                    পানছড়িতে
২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি উদ্বোধন করলেন-এমপি বাসন্তী চাকমা

 নূতন ধন চাকমা,
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি, সিদ্ধার্থ ভূমিষ্ট হওয়ার মূর্তি উদ্বোধন করলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা।
উপজেলার তারাবন ভাবনা কেন্দে ৬-তম কঠিন চীবর দান অনুষ্টানে দিনে তিনি এ উদ্বোধন করেন। 
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমূখ।

উল্লেখ্য, গত ২৪ ও ২৫ অক্টোবর পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে ৬-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়।

তাং ২৫.১০.১৯ইং।
পানছড়ি’র
তারাবন ভাবনা কেন্দ্রে ৬-তম কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে দু’দিন ব্যাপী(২৪ ও ২৫অক্টোবর) ৬-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। 
এ অনুষ্ঠানে ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি দান, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি দান, বুননকৃত চীবর দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান,ভূমি দান, সহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে কামর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে দান করা হয়।
রাঙামাটি রাজবন বিহারের থেকে আগত শ্রীমৎ পূর্ণ জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে 
স্থানীয় ইউপি সদস্যা সুশীলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি ইটছড়ি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ মিত্র মহাস্থবির, তক্ষশীলা বনবিহারের অধ্যক্ষ করুণা বর্ধন মহাস্থবির, রাঙামাটি ক্ষান্তিপুর বনবিহারের অধ্যক্ষ আর্ষ্য বোধি মহাস্থবির, তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির প্রমূখ।






অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন তিন পার্বত্য জেলার মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, রাঙামাটির মানবাধিকার কর্মী মিসেস নিরুপা দেওয়ান, তারাবন ভাবনা কেন্দ্রে উদযাপন কমিটির আহবায়ক অরুন চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।

অনুষ্ঠানের আগে সকালে তিন পার্বত্য জেলার মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি,
 বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি, সিদ্ধার্থ জন্ম লাভের সময়ের মূর্তি শুভ উদ্বোধন করেন।

তাং২৫ .১০.১৯ইং।
 

Wednesday, October 23, 2019

               পানছড়ি’র
লোগাং বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বনবিহারে দু’দিন ব্যাপী(২২ ও ২৩অক্টোবর) ১৯-তম কঠিন চীবর দান অনুষ্টান সম্পন্ন

গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে কামর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে দান করা হয়।
হয়েছে। এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

সমাজ সেবক মুকুল চাকমা ও শিক্ষিকা রুপা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ ও আবািসক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, রাঙামাটি ফুরোমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, 





পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, খাগড়াছড়ির ভাইবোনছড়ার মধ্যম প্রতিপদা অরন্য কুটিরর অধ্যক্ষ ব্রক্ষদত্ত মহাস্থবির, 
পানছড়ির পূজগাং প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, 
রাঙামাটি রাজবন বিহার থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির ও মেত্তাবংশ মহাথেরো, লোগাং বনবিহারে অধ্যক্ষ ধর্ম্মোত্তর স্থবির প্রমূখ।

অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,
লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।

তাং ২৩.১০.১৯ইং।

Tuesday, October 22, 2019


                     পানছড়ি’র
জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
 
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং দুয়ার জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ লক্ষে গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে গত সোমবার(২১.১০.১৯ইং) বিকাল ৫টা থেকে কোমর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে গত মঙ্গলবার(২২.১০.১৯ইং)দান করা হয়।


 
দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।
শিক্ষক ইন্দ্র লাল চাকমার, স্বপ্না চাকমা ও সজীব চাকমার সঞ্চালনায় ও পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, পানছড়ির পূজগাং প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, রাঙামটিরি নানিয়াচর উপজেলার ভূঁইয়ো আদাম আনন্দ কুটির বিদর্শন ভাবনা কেন্দের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান বংশ মহাস্থবির, পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ আদিকল্যাণ স্থবির, খাগাছড়ি গাছবান পারমিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শীল রক্ষিত স্থবির।
অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন খাগড়াছড়ি জে লা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, শিক্ষক উদ্দীপন চাকমা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমা প্রমূখ।।
==================

তাং ২২.১০.১৯ইং।



Monday, October 21, 2019

 পানছড়ি’র
মুনিপুর বনবিহারে ২১-তম কঠিন চীবর দান       অনুষ্টিত
 
নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির পানছড়ির মুনিপুর বনবিহারে ২১-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। গত ২০ ও ২১ অক্টোবর দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ  সামগ্রী দান করা হয়।

শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি রাজ বনবিহারের অবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির,  রাঙামাটি রাজ বনবিহারের থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির, পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির।



তাং ২০.১০.১৯ইং।